রাশিদা মহিউদ্দিনের ১৬তম মৃতু্যবার্ষিকী আজ

প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিটিভির সংবাদ পাঠিকা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাশিদা মহিউদ্দিনের ১৬তম মৃতু্যবার্ষিকী আজ ১ মে। দিনটি স্মরণে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাসভবন মুক্তাগাছার মালঞ্চ ভবনে কোরআনখানি, মিলাদ মাহফিলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী স্থানীয়ভাবে জনপ্রিয় নেত্রী রাশিদা মহিউদ্দিন ২০০৮ সালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে ভুল চিকিৎসার শিকার হয়ে মৃতু্যবরণ করেন। মরহুম রাশিদা মহিউদ্দিনের বাবা ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব। রাশিদা মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তিনি তৎকালীন হোটেল শেরাটনে (বর্তমানে রুপসী বাংলা) গণসংযোগ বিভাগের পরিচালক হিসেবে চাকরি করেন। একাধারে তিনি বাংলাদেশ টেলিভিশনের স্বনামধন্য ইংরেজি সংবাদ পাঠিকা ছিলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে ছিলেন তিনি। পরে তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে ২০০১ সালের নির্বাচনে অংশ নিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন।