কক্সবাজারের বাইতুশ শরফ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
সোমবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
নিহতরা হলেন- ছায়েরা খাতুন, (ডোংরা ফলস্নান পাড়া, খানখানাবাদ) ছায়েরা খাতুনের মেয়ে মাহমুদা বেগম, বাহারছড়া এলাকার আবু আহমদ, খাদিজা বেগম, খানখানাবাদ রায়ছটা এলাকার দুলা মিয়া।
কক্সবাজার সমিতি বাঁশখালীর সদস্য রায়হান উদ্দীন ও শাহনেওয়াজ জানান, কক্সবাজার শহরের বাইতুশ শরফ হাসপাতাল থেকে চক্ষু চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা। সোমবার দুপুরে খোদাইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃতু্য হয়েছে। এ দুর্ঘটনায় আরও আটজন গুরুতর আহত হন।
তাদেরকে উদ্ধার করে দ্রম্নত কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।
কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের চিকিৎসা সহায়ক কর্মকর্তা নেছার আহমদ বলেন, বাঁশখালীর ২৬ জন রোগী চোখের চিকিৎসা শেষে সোমবার দুপুরে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। শুনেছি পথিমধ্যে ঈদগাঁও এলাকায় তারা দুর্ঘটনাকবলিত হয়েছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।