রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আটজন।
বুধবার সন্ধ্যায় উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, 'উদয়পুরের নব্বই ডিগ্রি এলাকায় একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় শ্রমিক মারা যান। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।'
ইউএনও শিরিন আক্তার বলেন, 'এলাকাটি দুর্গম এবং সেখানে নেটওয়ার্ক
\হনা থাকায় তাৎক্ষণিক তথ্য জানা যায়নি। বুধবার সন্ধ্যার আগে ঘটনাটি ঘটেছে। বিস্তারিত জানতে পারছি না। নিহত ও আহতরা নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।'
সাজেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন বলেন, 'ঘটনাস্থলটি বেশ দুর্গম হওয়ায় কোনো তথ্যই নিশ্চিত করে এখন বলা যাচ্ছে না।'
সাজেক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, 'স্থানীয়ভাবে খবর নিয়ে যেটা জেনেছি, যারা গাড়িতে ছিল, সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিক। এই সড়কে অনেক স্থানে উঁচু-নিচু পাহাড় আছে। উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে গাড়ি নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।'
রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, সীমান্ত সড়কের কাজ শেষে করে শ্রমিক বহনকারী ট্রাকটি মূল স্টেশনে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অনেকে মারা যান এবং আহত হয় আরও অনেকে। পরে বিস্তারিত জানানো হবে।