আদালতে মিতুর মা
মিতুর ব্যবসার টাকায় তাকে খুন করান বাবুল আক্তার
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
'পরকীয়ার জেরে' সাবেক এসপি বাবুল আক্তার তার স্ত্রী মিতুকে ভাড়াটে খুনি দিয়ে খুন করিয়েছে বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন মিতুর মা শাহেদা মোশাররফ। এছাড়া মিতু হত্যায় ব্যবহারের জন্য এক আসামিকে ৭০ হাজার টাকায় বাবুল একটি অস্ত্র কিনে দেন বলেও সাক্ষ্যে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে দেওয়া সাক্ষ্যে তিনি এসব কথা বলেন।
আদালতে দেওয়া সাক্ষ্যের একপর্যায়ে শাহেদা মোশাররফ বলেন, '১৫ দিন আগে বাবুল আক্তারের মা টেলিফোন করে বলেছে বাবুল আক্তার মিতুকে খুন করেছে। তাকে যেন আমি মাফ করে দিই।'
সাক্ষ্য দেওয়ার সময় মেয়ে মিতুর মৃতু্যর ঘটনা বর্ণনা করতে গিয়ে কয়েকবার কান্নায় ভেঙে পড়েন শাহেদা মোশাররফ।
তিনি বলেন, শুরু থেকেই বাবুল-মিতুর দাম্পত্য সম্পর্ক 'ভালো ছিল' না। বাবুলের 'পরকীয়ার' ঘটনা জানার পর তা মা-বোনকে জানিয়েছিলেন
মিতু। এরপর মিতুকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বাবুল। তাতে অতিষ্ঠ হয়ে মিতু তিন-চারবার আত্মহত্যার চেষ্টা করেন। বিদেশে অবস্থানকালে সেখানে বসেই মিতু হত্যার পরিকল্পনা করেছিলেন বাবুল আক্তার।
সাক্ষ্য শেষে দুপুরে বিরতি দিয়ে বিকাল পৌনে ৫টা পর্যন্ত জেরা চলে। শাহেদা মোশাররফের জেরা অসমাপ্ত রেখেই দিনের কার্যক্রম শেষ হয়। আজ আবারও তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।