শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

অপপ্রচার রোধে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

যাযাদি রিপোর্ট
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
অপপ্রচার রোধে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

অপপ্রচার রোধে কাজ করা ভারতীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বৈঠকের পর সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, 'আমরা বিটিভিতে একটা দুই ঘণ্টার চাঙ্ক নিয়ে আন্তর্জাতিক নিউজ বিশ্লেষণ, চলমান ঘটনাবলী এবং নিউজ প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। সে ক্ষেত্রে ভারতের যেসব নিউজ এজেন্সি আছে, বিশেষ করে এএনআই তাদের সঙ্গে সহযোগিতা করা যায় কিনা। যেহেতু বিটিভি ভারতে দেখানো হয়, বিটিভিতে আমরা দুই ঘণ্টার যে চাঙ্কটা শুরু করব, এর সময় আমরা ধীরে ধীরে বাড়াব। এটি আমরা আন্তর্জাতিক মানে করার চেষ্টা করছি। সেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন খবরাখবর থাকবে। বাইরের দেশের খবর থাকবে। গেস্নাবাল নিউজগুলো থাকবে। আমরা চিন্তা করব, ভারতের দর্শকদের আকৃষ্ট করার জন্য, আমাদের এগুলো দেখার জন্য।'

প্রতিমন্ত্রী বলেন, 'এ ছাড়া ভারতের যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আছে, তাদের সঙ্গে একটা কোলাবারেশন করার চেষ্টা করব। পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম ও ট্রেনিংয়ের।'

'মুজিব, যে সিনেমাটা কো-প্রোডাকশনে হলো। এ রকম আরও কোনো কো-প্রোডাকশনের সুযোগ

আছে কিনা, সেটা দেখা।'

তিনি আরও বলেন, 'অপপ্রচারের ব্যাপারে ভারতের কিছু ইনস্টিটিউশন আছে, সেগুলোর কাজ করার প্রক্রিয়া-পদ্ধতিগুলো বিনিময় এবং জানা-বোঝার চেষ্টা করব। যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয়, তবে সে ক্ষেত্রে আমরা কোলাবরেশনে যাব। এসব বিষয় নিয়ে মূলত আলাপ হয়েছে।'

ভারতের নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। তবে পদ্ধতিগত বিষয় নিয়ে বেসিক কিছু আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, 'আমরা মূলত সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি, যেসব বিষয়ে কো-অপারেশনের সুযোগ রয়েছে। সেই কো-অপারেশনগুলো হলে আমি মনে করি বাংলাদেশ বিশেষভাবে বেনিফিটেড হবে। ভারতীয় দিকে ফিল্ম এবং টেলিভিশন নিয়ে যে অভিজ্ঞতা রয়েছে, সেটা আমরা যতটা নেওয়ার চেষ্টা করব, আমাদের এসব বিষয় আরেকটু ডেভেলপমেন্টের জন্য।'

আরাফাত বলেন, 'বাংলাদেশের বিটিভি ভারতের বাজারে যাচ্ছে, দেখছে। কিন্তু কতটুকু দেখছে, আমরা আগ্রহ তৈরি করতে পারি কিনা, সেগুলো নিয়ে আলাপ হয়েছে।'

আমাদের সিনেমা ভারতে দেখানো নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, 'আপনি তো জোর করে কোনো কিছু দেখাতে পারবেন না। যদি কোনো পণ্যের চাহিদা থাকে বাজারে, সেটা অটোমেটিক্যালি যাবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে