রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বায়ুদূষণে শীর্ষে করাচি, পঞ্চম ঢাকা

যাযাদি ডেস্ক
  ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
বায়ুদূষণে শীর্ষে করাচি, পঞ্চম ঢাকা

বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে বুধবার শীর্ষে ছিল পাকিস্তানের করাচি শহর। অন্য দিকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ছিল পঞ্চম। এ দিন সকাল ১০টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা করাচির স্কোর ছিল ১৬৮। এরপর ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল নেপালের কাঠমান্ডু শহর।

আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৫৪। বায়ুর এই মান 'অস্বাস্থ্যকর' ধরা হয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

এদিকে মঙ্গলবার বিকালের দিকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা খানিকটা কমে আসে। কিন্তু আবার গরম পড়েছে প্রচন্ড।

আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে 'মাঝারি' বা 'গ্রহণযোগ্য' মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' ধরা হয়। স্কোর

১৫১ থেকে ২০০ হলে তা 'অস্বাস্থ্যকর' বায়ু।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে 'খুবই অস্বাস্থ্যকর' বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে 'দুর্যোগপূর্ণ' বা 'ঝুঁকিপূর্ণ' ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার ঘরের বাইরে গেলে মাস্ক পরা ও ঘরের বাইরে ব্যায়াম না করার পরামর্শ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে