বনানী ডিওএইচএস থেকে মরদেহ উদ্ধার
প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ঢাকার বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ৬ নম্বর সড়কের একটি বাড়ির পাঁচতলার বাথরুম থেকে ৫৫ বছর বয়সি আলাউলের লাশ উদ্ধার করা হয়।
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে বলেন, 'ধারণা করা হচ্ছে তিন দিন আগে তার মৃতু্য হয়েছে। বাসার গৃহকর্মী ফোনে এবং দরজায় ডাকাডাকি করে না পেয়ে দুইদিন ধরে ফিরে যান। আজ (শনিবার) একইভাবে না পেয়ে গৃহকর্মী আলাউলের ভাইকে ফোন করে বিষয়টি জানান। ওই ভাই এসে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে বাথরুমে আলাউলের গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।'
আলাউলের বড় ভাই আহসানুল হক জানান, ফ্ল্যাটটি তার ছোট বোনের। বোন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকে। আলাউল এ ফ্ল্যাটে একাই থাকতেন। বেশ কিছুদিন ধরেই আলাউল হৃদরোগে ভুগছিলেন। আলাউল অনেক আগে একটি ওষুধের কোম্পানিতে, পরবর্তীতে ট্রাভেলস এজেন্সিতে চাকরি করেন। বর্তমানে বেকার ছিলেন।'