সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী

স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার)
  ৩০ মার্চ ২০২৪, ০০:০০
মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী

আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী আর নেই। শুক্রবার ভোর ৬টা ৪৫ মিনিটে রাজধানীর ক্যান্টেনম্যান্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

দলীয় সূত্র জানায়, তিনি গত বছরের ২৩ জুলাই থেকে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ৪ ভাই, দুই বোন, স্ত্রীসহ ৩ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শিক্ষা জীবনের পর তিনি মৌলভীবাজারের জামেয়া দীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুতাওয়ালস্নী ছিলেন। পরে তিনি আঞ্জুমানে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক পদে থেকে সরকারবিরোধী আন্দোলনে রাজপথে লড়াই করেন। মরহুম মুজাহিদ আলীর বাড়ি মৌলভীবাজার পৌরসভার পূর্ব ধরকাপন এলাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে