মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

না ফেরার দেশে বিদু্যৎস্পৃষ্টে দগ্ধ শিশু সোনিয়া

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৪, ০০:০০
না ফেরার দেশে বিদু্যৎস্পৃষ্টে দগ্ধ শিশু সোনিয়া

মৌলভীবাজারের জুড়ীতে বিদু্যৎস্পৃষ্টে দগ্ধ শিশু সোনিয়া সুলতানাও (১২) মারা গেছে। উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর বুধবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদু্যৎস্পৃষ্টের এ ঘটনায় পরিবারের ৬ সদস্যদের মধ্যে একমাত্র সোনিয়াই বেঁচে ছিল।

বুধবার সকালে সোনিয়ার মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে তার মামা আবদুল আজিজ জানান, গুরুতর দগ্ধ সোনিয়ার শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

নিহত সোনিয়াদের বাড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামে। সে স্থানীয় উত্তর গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে