ট্রেনের অগ্রিম টিকিট
তৃতীয় দিনে বিক্রি শেষ দুই ঘণ্টায়
ওয়েবসাইটে ৯৫ লাখের বেশি হিট
প্রকাশ | ২৭ মার্চ ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
ঈদযাত্রার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের মাঝে ট্রেনের অগ্রিম টিকিট কেনার চাপও বাড়ছে। এবারের রোজার ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দুই দিনের চেয়ে তৃতীয় দিন মঙ্গলবার ব্যাপক চাপ দেখা গেছে। এদিন সকাল ৮টায় টিকিট বিক্রির পস্ন্যাটফর্ম সহজ ডটকমে টিকিট উন্মুক্ত করে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিকিট কেনার জন্য ওয়েবসাইটে ৯৫ লাখ ১০ হাজারের মতো হিট পড়ে। আর মাত্র দুই ঘণ্টায় টিকিট বিক্রি শেষ হয়ে যায়।
কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারওয়ার বলেন, 'ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টিকিটের চাহিদাও বেড়েছে। মঙ্গলবার টিকিটের চাহিদা ব্যাপক বেড়েছে। ৫ তারিখ শুক্রবার হওয়ায় এদিনের টিকিটের চাহিদা বেশি। এই সময় থেকেই মানুষ বাড়ি যাওয়া শুরু করবেন। এজন্য টিকিটের চাহিদা গত দুদিনের চেয়ে বেড়েছে।'
এদিন সকালে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের বিভিন্ন রুটের অগ্রিম টিকিট উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন বিক্রি হয় ৫ এপ্রিলের টিকিট। পশ্চিমাঞ্চলে বিক্রির জন্য ১৪ হাজার ৩০১টি টিকিট ছাড়া হয়।
সংশ্লিষ্টরা জানান, আগামী ১১ এপ্রিল ঈদুল ফিতরের দিন ধরে এবারের ঈদযাত্রার সূচি সাজানো হয়েছে। সে অনুযায়ী গত
রোববার ও সোমবার বিক্রি হয় ৩ ও ৪ এপ্রিলের টিকিট। অগ্রিম টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। শেষদিন বিক্রি হবে ৯ এপ্রিলের টিকিট। গত বছরের মতো এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।
বাংলাদেশ রেলওয়ের ওয়েসসাইট পর্যবেক্ষণ করে দেখা গেছে, এদিন সকাল ৮টা ১০ মিনিটে রাজশাহীগামী সিল্কসিটি, পদ্মা, ধূমকেতু, বনলতা এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনের কোনো টিকিট ছিল না। ৮টায় টিকিট বিক্রি শুরুর আগেও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ২৮৮টি, মধুমতি এক্সপ্রেস ট্রেনের ৭০টি, পদ্মা এক্সপ্রেস ট্রেনের ৬৫৮টি, ধূমকেতুর ৩৫৩টি ও বনলতা এক্সপ্রেস ট্রেনের ৬৩৬টি টিকিট ছিল।
বিক্রি শুরুর ৩ মিনিটের মধ্যে রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে যায়। বেলা সাড়ে ৮টার দিকে কিছু ট্রেনের টিকিট 'অ্যাভেইলেবল' দেখালেও কিনতে গিয়ে দেখা যায় ওই টিকিটগুলোও বিক্রি হয়ে গেছে।
এর আগে টিকিট বিক্রির প্রথম দিন রোববার চাহিদা কিছুটা কম ছিল। দ্বিতীয় দিন সোমবার বিক্রি শুরুর আধা ঘণ্টার মধ্যেই প্রায় সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে যায়।
এদিকে বিক্রির পস্ন্যাটফর্ম সহজ ডটকম সংশ্লিষ্টরা জানান, ই-টিকিট ওয়েবসাইটটিতে পিক সময়ে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রেকর্ডসংখ্যক ভিজিটর পেয়েছে। এ সময় ওয়েবসাইটটিতে ৯৫.১ লাখ হিট হয় যা এই বছরের সর্বোচ্চ।
রেল কর্তৃপক্ষের টিকিট বিক্রির সূচি অনুযায়ী ২৭ মার্চ ৬ এপ্রিলের, ২৮ মার্চ ৭ এপ্রিলের, ২৯ মার্চ ৮ এপ্রিলের এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে, বলছে বাংলাদেশ রেলওয়ে। অন্যদিকে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। ৯ এপ্রিল পর্যন্ত ফেরার অগ্রিম টিকিট বিক্রি হবে।
এবার ঈদের আগে সারাদেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকিট বিক্রি হবে। ঈদ ঘিরে সারাদেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
গত ১৩ মার্চ রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ করেন। রেলপথ মন্ত্রী মো. জিলস্নুল হাকিমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।