বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের মৃতু্যবার্ষিকী আজ
প্রকাশ | ২৬ মার্চ ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
পটুয়াখালীর ৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মো. মোয়াজ্জেম হোসেনের ২২তম মৃতু্যবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন মসজিদ, এতিমখানা ও তার জন্মস্থান ধুলাসার ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মহিপুর ও রাঙ্গাবালি থানা এবং ঢাকার সেগুনবাগিচার বাসভবনে কোরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মোয়াজ্জেম হোসেন ১৯৬৮ সালে পাকিস্তান এয়ারফোর্সে যোগ দেন এবং পরে ১৯৭১ সালের এপ্রিলে ৯ নম্বর সেক্টরে মেজর জলিলের অধীনে মুক্তিযোদ্ধা সমন্বয়ক হিসেবে আমতলী ও কলাপাড়া থানায় মুক্তিবাহিনী গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ২০০২ সালের এই দিনে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সংবাদ বিজ্ঞপ্তি