যশোরের চুড়ামনকাটিতে পূর্ববিরোধের জের ধরে ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামের তরিকুল ইসলামের বাড়ির সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শিমুল হোসেন (৪০) গোবিলা গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। তিনি চুড়ামনকাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রম্নতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে, হত্যাকান্ডে জড়িত অভিযোগে পালিয়ে যাওয়া দুই দুর্বৃত্তকে পিবিআই ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।
নিহত শিমুল হোসেনের ভাই আশরাফ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে এলাকার মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়িতে ফিরছিল শিমুল। পথিমধ্যে গোবিলা গ্রামের তরিকুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে বুলবুলসহ ৪-৫ জন তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার সৌমিক সাহা তাকে মৃত ঘোষণা করেন।
আশরাফ হোসেন আরও জানান, এলাকায় পূর্বশত্রম্নতার জের ধরে বুলবুলসহ ৪-৫ জনের সাথে তার দীর্ঘদিন থেকে গোলযোগ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে একা পেয়ে বুলবুলসহ ৪-৫ জন তাকে কুপিয়ে হত্যা করেছে।
যশোর জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডাক্তার সৌমিক সাহা বলেন, শিমুলের মাথার পিছনের শিরা ধারালো বস্তুর আঘাতে কেটে গিয়ে মৃতু্য হয়েছে। এছাড়া শরীরের একাধিক স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালের আরএমও পার্থপ্রতিম চক্রবর্তী
জানান, নিহত শিমুলের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া তার মাথা ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন আছে।
যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, হত্যার খবর পেয়ে তারা হাসপাতালে এসেছেন। প্রাথমিকভাবে জেনেছেন, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রম্নতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পূর্ব কোনো শত্রম্নতার কারণে হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে। নিহতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে, শিমুল হত্যাকান্ডের পর এলাকা থেকে পালিয়ে যাওয়া দুই দুর্বৃত্ত বুলবুল ও নাঈমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার রাজধানীর আব্দুলস্নাহপুর এলাকা থেকে এই দু'জনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানিয়েছেন, চুড়ামনকাটির যুবলীগ নেতা শিমুল হত্যাকান্ডের প্রধান দুই আসামি বুলবুল ও নাঈমকে শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার আব্দুলস্নাহপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।