বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের ১৮তম মৃতু্যবার্ষিকী আজ

  ১৯ মার্চ ২০২৪, ০০:০০
ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের ১৮তম মৃতু্যবার্ষিকী আজ

১৯৫২'র সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের ১৮তম মৃতু্যবার্ষিকী আজ। ২০০৬ সালে এই দিনে তিনি মৃতু্যবরণ করেন। ১৯৪২ সালে ব্রিটিশবিরোধী ও পাকিস্তান আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে বিভাগোত্তর রাজনীতিতে অংশ নেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি ভাষাসহ সরকারের অন্যান্য বৈষম্যমূলক দিকগুলো জাতির সামনে তুলে ধরেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন পরিচালনার জন্য 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হলে তিনি ওই পরিষদের আহ্বায়ক মনোনীত হন এবং আন্দোলন পরিচালনা করেন। ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে হুলিয়া জারি হলে তিনি জননিরাপত্তা আইনে গ্রেপ্তার হন এবং ১৯৫৩ সালে ছাড়া পান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে তার গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তিনি একুশে পদকসহ অন্যান্য পদক লাভ করেন।

মরহুমের মৃতু্যবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বরিশাল গৌরনদী কসবা গ্রামে তার কবর ও মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী দোয়া এবং মাহফিল ও ধানমন্ডিতে তার নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে