বিজয় এক্সপ্রেস কুমিলস্নায় লাইনচু্যত ৩০ জন আহত

প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ০০:০০

নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচু্যত হওয়ায় সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার বেলা ১টা ৩৫ মিনিটে হাসানপুর স্টেশনসংলগ্ন তেজের বাজার এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইন থেকে বেরিয়ে গেছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে থাকা লক ভেঙে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, দুপুর ১টা ৩৫ মিনিটে বিকট শব্দে ট্রেনের হাসানপুর স্টেশন সংলগ্ন উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বগি লাইনচু্যত হয়েছে। লাইনচু্যত হওয়ার পর বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে-ছটিয়ে পড়ে। ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট রুটের ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলে জানান তিনি। বেলা ৩টার দিকে ওসি দেবাশীষ বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা এসে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। দুর্ঘটনার পর অনেক যাত্রী স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে সড়ক পথে চলে গেছেন। তিনি বলেন, 'এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।' বেলা ২টা ৫০ মিনিটে লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উলস্নাহ বাহার বলেন, 'আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত কারো মৃতু্যর খবর পাইনি। দুর্ঘটনার কারণ রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। \হ