রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

নাবিকদের মুক্ত করতে 'সর্বাত্মক প্রচেষ্টা' চলছে :পররাষ্ট্রমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ১৬ মার্চ ২০২৪, ০০:০০
নাবিকদের মুক্ত করতে 'সর্বাত্মক প্রচেষ্টা' চলছে :পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, ভারত মহাসাগরে সোমালি জলদসু্যদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুলস্নাহ ও এর নাবিকদের মুক্ত করতে 'সর্বাত্মক প্রচেষ্টা' চালানো হচ্ছে। শুক্রবার বিকালে চট্টগ্রামের রাঙ্‌গুনিয়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত নেতাদের স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, 'এখন আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। আমরা পিঅ্যান্ডআই ক্লাবের (সমুদ্রগামী জাহাজের লন্ডনভিত্তিক বীমা প্রতিষ্ঠান পিএন্ডআই ক্লাব) মাধ্যমে জাহাজটিকে এবং জাহাজটির নাবিক যারা তাদেরকে সুস্থভাবে মুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। আমরা কোন প্রক্রিয়ায় আগাচ্ছি সেটা আমরা বলতে চাই না। এটি জনসম্মুখে প্রকাশ করার বিষয় নয়। তবে আমাদের প্রচেষ্টা হচ্ছে সম্ভাব্য দ্রম্নততম সময়ের মধ্যে নাবিক এবং জাহাজ মুক্ত করা।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের প্রচেষ্টার কোনো কমতি নেই। আমরা নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছি। ইনশালস্নাহ আমরা আশা করছি অতীতের মতো এবারও সম্পূর্ণসুস্থভাবে নাবিকদের আমরা মুক্ত করতে পারব। জাহাজও আনব।'

কয়েকদিন আগে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর শতাধিক সদস্য আবারও পালিয়ে বাংলাদেশে এসেছে। তাদের ফেরত পাঠানোর অগ্রগতি জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আপনারা জানেন ইতোপূর্বেও তারা এসেছিল। আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের ফেরত পাঠিয়েছি। এবারও তাদের ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছি।'

রাঙ্‌গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে রাঙ্‌গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতী, পৌর মেয়র শাহজাহান সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর মোহাম্মদ সেকান্দার হোসেন বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে