শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

সুপ্রিম কোর্ট বার ভোট গণনায় হট্টগোলে তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

যাযাদি রিপোর্ট
  ১২ মার্চ ২০২৪, ০০:০০
সুপ্রিম কোর্ট বার ভোট গণনায় হট্টগোলে তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে হট্টগোল, মারামারি, মামলা ও গ্রেপ্তারের মধ্যে তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়েছে সরকার।

তারা হলেন, অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট জাকির হোসেন মাসুদ ও অ্যাডভোকেট শ্যামা আক্তার। সোমবার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, 'এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।'

কী কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে

জানতে চাইলে একজন উপ-সলিসিটর বলেন, 'এটা এভাবে বলা যাবে না। তবে আপনারা তো জানেন। সব কিছু ওভাবে বলা হয় না। ওটা রাষ্ট্রীয় গোপনীয় বিষয়।'

তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে হট্টগোল ও মারামারির ঘটনায় যে মামলা হয়েছে, সেখানে আসামির তালিকায় কাজী বশির আহম্মেদ ও জাকির হোসেন মাসুদের নামও আছে।

গত ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ হয়। ৭ মার্চ গভীর রাতে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও মারামারি হয়। ওই সময় এক সহকারী অ্যাটর্নি জেনারেলকে মারধর করেন একদল আইনজীবী ও বহিরাগত যুবক।

এ ঘটনায় শুক্রবার রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী সাইফ শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলায় সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথীকে প্রধান আসামি এবং বিএনপি প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজলকে ২ নম্বর আসামি করা হয়।

রুহুল কুদ্দুস কাজলকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আদালত তাকে রিমান্ডে পাঠিয়েছে।

ওই মামলায় ২০ জনের নাম উলেস্নখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়ছে। অন্য আসামিরা হলেন-অ্যাডভোকেট জাকির হোসেন ওরফে মাসুদ, অ্যাডভোকেট শাকিলা রৌশন, অ্যাডভোকেট কাজী বশির আহম্মেদ, ব্যারিস্টার উসমান, অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট তুষার, রবিউল, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা), সাইদুর রহমান জুয়েল, অলিউর, জয়দেব নন্দী, মাইন উদ্দিন রানা, মশিউর রহমান সুমন, কামাল হোসেন, আসলাম রাইয়ান, অ্যাডভোকেট তরিকুল ও অ্যাডভোকেট সোহাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে