শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের দৃপ্ত শপথ

যাযাদি রিপোর্ট
  ১০ মার্চ ২০২৪, ০০:০০
তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের দৃপ্ত শপথ

'তামাক থেকে দূরে থাকি, সুস্থ-সবল প্রজন্ম গড়ি' এমন দৃপ্ত শপথে ইউল্যাবে অনুষ্ঠিত হয়ে গেল তামাকবিরোধী যুব সম্মেলন ২০২৪। এতে অংশ নেওয়া দুই শতাধিক তরুণ শিক্ষার্থী তামাকের বিরুদ্ধে কাজ করার প্রত্যয় জানান। পাশাপাশি তামাকমুক্ত আগামী প্রজন্ম গড়তে তামাকনিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার আহ্বান তারা।

শনিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশের (ইউল্যাব) প্রাঙ্গণে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা নারী মৈত্রী আয়োজিত তামাকনিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে 'ইয়ুথ কনফারেন্স' এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

এ সময় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ধূমপান ও তামাক থেকে দূরে থাকার বিকল্প নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে