বাসার কাছে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বন্ধুসহ কলেজছাত্র
প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
রাজধানীর উত্তর মুগদায় ছুরিকাঘাতে মো. পিয়াস ইকবাল নুর (২৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় বন্ধু মো. শামীম (২৪) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে পিয়াসের উত্তর মুগদার বাসার অদূরে লিটল অ্যাঞ্জেল গলিতে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। পরে পিয়াস ও শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দিবাগত রাত ১২টার দিকে পিয়াসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত শামীম হাসপাতালে ভর্তি আছেন।
পিয়াস রাজধানীর কবি নজরুল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ইকবাল হোসেন বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে পিয়াসকে বাসা থেকে ডেকে নেন তার পরিচিত বন্ধুরা। কিছু সময় পরই বাসার অদূরে লিটল অ্যাঞ্জেল গলিতে পিয়াস ও তাঁর বন্ধু শামীমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
ইকবাল হোসেনের ভাষ্য, কোনো কিছু নিয়ে কথা-কাটাকাটির জেরে বন্ধুরাই তার ছেলেকে হত্যা করেছে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম খাঁন সুরতহালে লিখেছেন, পুরানো মুঠোফোন ক্রয়-বিক্রয়ের টাকার জন্য আসামিরা কিলঘুষিসহ ধারালো চাকু দিয়ে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণে পিয়াসের মৃতু্য হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, পিয়াসের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। আহত শামীম চিকিৎসাধীন।
পরিবারের তথ্য অনুযায়ী, পিয়াসের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তার বাবা ইকবাল একজন ব্যবসায়ী। পরিবারটি বর্তমানে রাজধানীর উত্তর মুগদায় থাকে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন পিয়াস।