ক্যাফেটেরিয়ায় অভিযান

ল্যাবএইডকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকার গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতাল ও ল্যাবএইড হাসপাতালের ক্যাফেটেরিয়ায় আচমকা অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ল্যাবএইড বেআইনিভাবে ক্যাফেটেরিয়া পরিচালনা করার দায়ে হাসপাতালটিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে। অভিযানের শুরুতেই গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের ক্যাফেটেরিয়ায় অভিযান চালায়। সেখানে তেমন কোনো অনিয়ম দেখতে না পেয়ে কোনো ধরনের আইনগত পদক্ষেপ নেননি বিচারক। খানিকটা বিরতির পর ভ্রাম্যমাণ আদালত পাশেই ল্যাবএইড হাসপাতালের ক্যাফেটেরিয়ায় অভিযান চালায়। ক্যাফেটেরিয়ায় অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা, রান্নার পরিবেশসহ সার্বিক বিষয়াদি তদারকি করে ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটির টপ ফ্লোরে করা ক্যাফেটেরিয়া পরিচালনার জন্য অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এছাড়া রান্না ঘরের পাশে রাখা গ্যাস সিলিন্ডারে লিকেজ ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত বেআইনিভাবে ক্যাফেটেরিয়া পরিচালনা করার অভিযোগ হাসপাতালটিকে ২ লাখ টাকা জরিমানা করে। এরপর ভ্রাম্যমাণ আদালত গ্রিন রোডের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান শুরু করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, রেস্তোরাঁগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনো ধরনের ত্রম্নটি আছে কিনা তাই সরেজমিন দেখা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই বিচারক। প্রসঙ্গত, গত ২৯ ফেব্রম্নয়ারি রাত পৌনে ১০টার দিকে ঢাকার বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে ৪৬ জনের মৃতু্য হয়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এমন ঘটনার পর ঢাকার আবাসিক ভবনগুলোতে বেআইনিভাবে বাণিজ্যিক কর্মকান্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।