কাল খুলে দেওয়া হবে পোস্তগোলা সেতু

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর বুড়িগঙ্গা প্রথম সেতুতে (পোস্তগোলা সেতু) সংস্কার কাজ চলায় এটি আজ শুক্রবার পুরোপুরি বন্ধ থাকবে। সংস্কার শেষে আগামীকাল শনিবার সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সড়ক ও জনপথ বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, 'পোস্তগোলা সেতুর সংস্কার কাজ চললেও এটির ওপর দিয়ে এতদিন হালকা যানবাহন চলাচল করছিল। কিন্তু শুক্রবার সেতুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাত ১২টার পর সেতুটি বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার মধ্যরাতে কাজ শেষ হলে শনিবার থেকে সেতুটির ওপর দিয়ে যান চলাচল করতে পারবে।' ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তিন কিলোমিটারে অবস্থিত বুড়িগঙ্গা প্রথম সেতুর দুটি গার্ডার মেরামত ও রেট্রোফিটিংয়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। গত ২২ ফেব্রম্নয়ারি থেকে এ কাজ শুরু হয়। মেরামতকালীন সময়ে যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ জানায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এর মধ্যে ২২ ফেব্রম্নয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যান চলাচল নিষেধ ছিল। আর বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচ দিন বন্ধ ছিল সেতু। সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালের জুনে ডুবে যাওয়া লঞ্চ মর্নিংবার্ড উদ্ধারে আসা জাহাজের ক্রেন ধাক্কা খায় পোস্তগোলা সেতুর পূর্ব পাশের আই গার্ডারে। ওই সময় সেতুটি মেরামত করা হলেও পরে আবার ফাটল দেখা দেয়। এদিকে, ঢাকা-মাওয়া সড়কের পোস্তগোলা সেতু সংস্কারের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই চলছিল শেষ পর্যায়ের কাজ। সেতু (ভারী যানবাহন) বন্ধ থাকার খবর না জানায় পোস্তগোলায় এসে বিপাকে পড়েন অনেকেই। কেউ কেউ হেঁটে সেতু পাড়ি দেন। বেসরকারি ব্যাংক কর্মকর্তা মিটু খন্দকার জানান, সেতু পেরিয়ে দুই কিলোমিটার গেলেই তার বাড়ি। এখন বাবুবাজার পেরিয়ে যেতে হলে তাকে বাড়তি অন্তত ১০ কিলোমিটার এবং তীব্র যানজট পেরিয়ে যেতে হবে। বরিশাল থেকে আসা গ্রিন লাইন বাস চালক তারেক মাসুদ তালুকদার বলেন, 'রাজধানীর প্রবেশপথে কেরানীগঞ্জের কদমতলি, চুনকুটিয়া ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান যেখানে সেখানে পার্কিংয়ের কারণে যানজটে দীর্ঘ কয়েক ঘণ্টা পড়ে থাকতে হচ্ছে। ট্রাফিক পুলিশ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। এ সড়ক পথ দেখার যেন কেউ নেই।' ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার আসমা সিদ্দিকা মিলি সংবাদমাধ্যমকে বলেন, 'পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ মার্চ থেকে বুড়িগঙ্গা সেতু প্রথম (পোস্তগোলা সেতু) চালু হবে। এতদিন এই পথ ব্যবহারকারীদের যানজটে পড়তে হয়েছে। আশা করা হচ্ছে, এবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।'