সুপার টুয়েসডেতে সাফল্য ট্রাম্প-বাইডেনই নামছেন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটযুদ্ধে?

প্রকাশ | ০৭ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রজুড়ে সুপার টুয়েসডের ভোটাভুটিতে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের সাফল্য এসেছে। ফলে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভবত এই দুজনই পুনরায় ভোটের যুদ্ধে নামতে চলেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ১৫টি রাজ্য এবং ইউএস টেরিটরি অব আমেরিকান সামোয়ায় প্রাইমারি এবং ইউএস টেরিটরি অব আমেরিকান সামোয়ায় ককাস অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাইমারি ও ককাস অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ১২টি রাজ্যে জয় পেয়েছেন। তার মধ্যে অনেক বেশি ডেলিগেট সমৃদ্ধ রাজ্য ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসও রয়েছে। ওইসব রাজ্যে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘে যুক্তরাষ্ট্রর সাবেক দূত নিকি হ্যালি মঙ্গলবার শুধুমাত্র ভারমন্ট রাজ্যে ট্রাম্পকে পেছনে ফেলতে পেরেছেন। তাই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার রিপাবলিকান প্রার্থী হওয়ার আশা প্রায় শেষ হয়ে গেছে। অন্যদিকে, সুপার টুয়েসডের ফলাফলের পর ট্রাম্পের প্রার্থীরা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বলে দাবি তার শিবিরের। রিপাবলিকান দলে যে ডেলিগেটরা রয়েছেন তাদের এক-তৃতীয়াংশ কার ঘরে যাচ্ছেন তা সুপার টুয়েসডেতে নির্ধারিত হয়ে যাবে। রিপাবলিকান প্রার্থী হতে হলে নিজের ঘরে অন্তত ১,২১৫ জন ডেলিগেট থাকতে হবে। অন্যদিকে ১,৯৬৮ ডেলিগেট প্রয়োজন ডেমোক্রেটিক দলের প্রার্থীর। ট্রাম্প এরই মধ্যে ২৪৪ জন ডেলিগেট পেয়ে গেছেন। যেখানে নিকি হ্যালির কাছে আছে মাত্র ৪৩ জন। ট্রাম্প শিবিরের দাবি, সুপার টুয়েসডে তে তারা অন্তত ৭৭৩ জন ডেলিগেট পাবে এবং মার্চের শেষেই ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হয়ে যাবে। যেহেতু প্রার্থিতা প্রায় নিশ্চিত হয়েই যাচ্ছে তাই ট্রাম্প এবং বাইডেন সুপার টুয়েসডের ফলাফলের দিকে মনোযোগ না দিয়ে বরং পরস্পরকে আক্রমণের দিকে অধিক মনোযোগ দিচ্ছেন। এদিকে, বর্তমান প্রেসিডেন্ট বাইডেনই ডেমোক্রেটিক দলের প্রার্থী হতে চলেছেন সেটা শুরু থেকেই একরকম নিশ্চিত ছিল। কারণ, তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো প্রার্থী ছিল না। এডিসনের পরিসংখ্যান অনুযায়ী, মিনেসোটায় অর্ধেকের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে প্রায় ২০ শতাংশ 'আনকমিটেড' ভোট পড়েছে। গত সপ্তাহে মিশিগানেও একই ব্যবস্থা ছিল এবং সেখানে ১৩ শতাংশ 'আনকমিটেড' ভোট পড়েছে। বাইডেন মিনেসোটা এবং বাকি ১৪টি রাজ্যে মঙ্গলবার জিতেছেন। এমনকি আইওয়াতে ডাকযোগে পাঠানো ভোটেও তিনিই জিতেছেন। কিন্তু যেভাবে 'আনকমিটেড' ভোট বাড়ছে তাতে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে তার প্রভাব নিয়ে বাইডেন শিবিরে উদ্বেগ বাড়ার কথা। মঙ্গলবারের প্রাইমারিতে জিতলেও ইউএস টেরিটরি অব আমেরিকান সামোয়াতে এদিনের ককাসে উদ্যোক্তা জেসন পালমারের কাছে হেরে গেছেন বাইডেন। ককাসে পালমার ৫১ এবং বাইডেন ৪০ ভোট জিতেছেন বলে জানিয়েছে আমেরিকান সামোয়া ডেমোক্রেটিক পার্টি। যদি সত্যিই বাইডেন আর ট্রাম্প নভেম্বরে ভোটের লড়াইয়ে নামেন তবে তা হবে ১৯৫৬ সালের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার একই প্রার্থীদের পরপর দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘটনা।