আদালত অবমাননার দায়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ওরফে হাবিবকে ৫ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাবিবের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ও জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে আদালত অবমাননার দায়ে হাবিবকে ৫ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করে গত ২২ নভেম্বর রায় দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে কারাবন্দি হাবিব ৮ ফেব্রম্নয়ারি লিভ টু আপিল করেন, সঙ্গে জামিনের আবেদন করেন।