মন্ত্রিসভায় নতুন সাত মুখ

প্রকাশ | ০২ মার্চ ২০২৪, ০০:০০ | আপডেট: ০২ মার্চ ২০২৪, ০০:৪৭

যাযাদি রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় নতুন করে জায়গা পাওয়া সাতজন প্রতিমন্ত্রীকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাতজন প্রতিমন্ত্রীকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রিসভা পুনর্গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বে ছিল ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; বিদু্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুনর্গঠিত মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকল মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী \হবিভাগ এবং বিদু্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী পুনর্গঠিত মন্ত্রিসভায় মো. শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়, আব্দুল ওয়াদুদ দারাকে পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগ, মো. নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শামসুন নাহারকে শিক্ষায়, ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয়ে এবং নাহিদ ইজহার খানকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে।