শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার

পাঁচ গুণীর নাম ঘোষণা

প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রতি বছরের মতো এবারও 'শ্রীপুর সাহিত্য পরিষদ' সাহিত্যকর্ম ও অন্যান্য ক্ষেত্রে অবদানের জন্য 'শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার-২০২৪' প্রাপ্ত পাঁচ গুণীর নাম ঘোষণা করেছে। এ বছর সঙ্গীতে মুনশী ওয়াদুদ, কবিতায় সুমন সরদার, কথাসাহিত্যে শেখর ইমতিয়াজ, গবেষণায় মাহমুদ শামসুল হক ও শিশুসাহিত্যে মামুন সারওয়ার পাচ্ছেন এই পুরস্কার। আগামী ৯ মার্চ শনিবার বিকাল ৩টায় শ্রীপুর উপজেলা মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে এই গুণীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও গীতিকার মহসিন আহমেদ। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীপুর সাহিত্য পরিষদ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে পুরস্কার প্রদান করে আসছে। এই পুরস্কার পেয়েছেন দিলীপ সোম, আবিদ আনোয়ার, ফারুক নওয়াজ, দীলতাজ রহমান, প্রশান্ত মৃধা, আবেদীন জনী, স. ম. শামসুল আলম, মনি হায়দার, রকিবুল হাসান, বীরেন মুখার্জী, সোহেল মলিস্নক, অদিতি ফাল্গুনী, জাহাঙ্গীর আলম জাহান, জগলুল হায়দার, পিয়াস মজিদ, স্বকৃত নোমান, মাসুদ পথিক, আশিক মুস্তাফাসহ অর্ধশতাধিক গুণী।