গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর জেল জরিমানা

প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ০০:০০

গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুরে স্ত্রী হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম এই আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি হাবিবুর রহমান ২০১৭ সালের ১১ মে রাতে পারিবারিক বিষয়াদি নিয়ে তার স্ত্রী শামিমা আক্তারের সঙ্গে কথা কাটাকাটি ও ঝগড়া করেন। একপর্যায়ে তিনি ধারাল অস্ত্র দিয়ে স্ত্রী শামিমার মাথায় কোপ দেন এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাসার দরজা বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান। পরদিন ভাড়াটিয়ার দরজা বাহির থেকে তালা লাগানো দেখে সন্দেহ হলে বাড়ির মালিক কাপাসিয়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে শামিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত শামিমার মা মোসা. হামিদা বেগম বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন। আসামি হাবিবুর রহমান তার স্ত্রী শামিমাকে নিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া থানার আদালত পাড়ার রুহুল আমিনের একতলা বিল্ডিং বাড়ির পূর্ব দক্ষিণ পার্শ্বের রুমে ভাড়া থাকতেন। দীর্ঘ বিচারকার্য শেষে আসামির জবানবন্দি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গাজীপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জেল-জরিমানার এই আদেশ দেন।