রিহ্যাব নির্বাচন ২৫ পদে জয়ী ঐক্যপরিষদ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের ২০২৪-২৬ মেয়াদের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৯ পদের মধ্যে ২৫টিতে জয়ী হয়েছে আবাসন ব্যবসায়ী ঐক্যপরিষদ। এই প্যানেলের নেতৃত্বে আছেন জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামান। তিনি সর্বোচ্চ ২৪৮ ভোট পেয়েছেন। এছাড়া হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্বাধীন জয় ধারা প্যানেলের দুজন প্রার্থী জয়ী হয়েছেন। আর ডেভেলপারস ফোরাম প্যানেলের একজন জয়ী হয়েছেন। অন্যদিকে নব জাগরণ প্যানেলের কেউ জয়ী হতে পারেননি। স্বতন্ত্র প্রার্থীরাও কেউ জয়ের মুখ দেখেননি। রাজধানীর খামারবাড়ীতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। ছয় ঘণ্টা ধরে বিরতিহীনভাবে ভোট চলে। এ সময় মোট ৪৭৬ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোট দেন। অর্থাৎ ভোট পড়েছে প্রায় ৮৬ শতাংশ। ভোটগ্রহণ শেষে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় ভোটের ফলাফল প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত কুমার দে'র নেতৃত্বাধীন নির্বাচন বোর্ডের সদস্যরা।