শোক সংবাদ
আখাউড়ার নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আর নেই
প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের বড় বাজার এলাকার বাসিন্দা নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূঁইয়া (১০২) আর নেই। রোববার রাতে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। স্বাধীনতা যুদ্ধের এই মহান বীর সেনানীর মৃতু্য সংবাদ জানার পর আত্মীয়-স্বজন, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ শেষ বারের মতো তাকে দেখতে বাড়িতে যান। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
সোমবার বাদ আসর বড় বাজার জামে মসজিদে তার প্রথম জানাজা ও বাদ মাগরিব তার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে কোড্ডা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের মৃতু্যতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। তার মৃতু্যতে শোক জানিয়েছেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আখাউড়া প্রেস ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নব বন্ধন খেলাঘর আসর, আত্মীয়, লেখক আলী মাহমেদ, ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর শিপন হায়দার। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।