পুরোপুরি বন্ধ পোস্তগোলা সেতু বিপাকে হাজারো মানুষ

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মাসুম পারভেজ, কেরানীগঞ্জ (ঢাকা)
মেরামতের পঞ্চম দিনে সোমবার একেবারেই বন্ধ রাখা হয় রাজধানীর পোস্তগোলা সেতুর যান চলাচল। ফলে চলাচলের বিকল্প বাবুবাজার সেতুতে যানজটে ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীরা -যাযাদি
রাজধানী ঢাকার পোস্তগোলা সেতু মেরামতের পঞ্চম দিনে সোমবার একেবারেই বন্ধ রাখা হয়েছে যান চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীরা এবং চরম দুর্ভোগে পড়েছেন এই সেতু দিয়ে পারাপার হওয়া কেরানীগঞ্জ ও জুরাইন, পোস্তগোলার কয়েক হাজার মানুষ। এ সময় তারা হেঁটে পার হচ্ছেন প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি। এতে বয়স্ক নারী-পুরুষসহ বিপাকে পড়েছেন সব বয়সি মানুষ। সরেজমিন ঘুরে দেখা যায়, সোমবার সকাল থেকে দুটি গার্ডার মেরামত ও রেট্রো ফিটিং অংশে ঢালাইয়ের কাজ করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা সেতুর পূর্ব পাশে সংস্কারকাজে ব্যস্ত রয়েছেন। ৮ মার্চের মধ্যে সংস্কার কাজ শেষ হবে জানিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. নাজমুল হক জানান, আজ (সোমবার) দুটি গার্ডার মেরামত ও রেট্রো ফিটিং অংশে ঢালাইয়ের কাজ সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। জনগণের যাতে ভোগান্তি না হয় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে মাদারীপুর থেকে আসা সার্বিক পরিবহণের চালক ইসরাফিল বলেন, গত রাত ১২টার পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর এলাকা থেকে বাবুবাজার সেতু পর্যন্ত ভয়াবহ যানজট ছিল। যানজটের কারণে রাজেন্দ্রপুর এলাকা থেকে সেতু পর্যন্ত আসতে কয়েক ঘণ্টা লেগে যায়। যাত্রী আবুল কাশেম জানান, এক্সপ্রেসওয়ে ধরে নামার পরে অন্যসময় ১০ মিনিটে বাবুবাজার সেতুতে উঠতে পারলেও এখন পেরিয়ে যাচ্ছে ঘণ্টারও বেশি। যানজটের কারণে বাধ্য হয়ে অনেক যাত্রী হেঁটে গন্তব্যে যাচ্ছেন। আরেক যাত্রী রশিদ উদ্দিন বলেন, আমি চক্ষু হাসপাতালে যাব, পোস্তগোলা হয়ে গেলে খুব দ্রম্নত যেতে পারতাম। এদিক দিয়ে আসলে অনেক ভিড় পড়ছে। ওই সেতু বন্ধ থাকায় এদিকে চাপ বেশি পড়েছে। কদমতলী সিগন্যাল পেরিয়ে বাবুবাজার সেতুর ওপরে আরেক ধাপ যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। যানবাহন ঠাঁয় দাঁড়িয়ে বলে অধিকাংশ যাত্রী হেঁটেই পার হচ্ছেন সেতু। ডাবল জটে নাকাল পরিবহণ চালকরাও। তবে শুধু যে গাড়ির চাপেই এমন যানজট তা নয়। সড়কেও রয়েছে বিভিন্ন অব্যবস্থাপনা। একই সড়কে রিকশা, সিএনজির মতো কম গতির যানবাহনে ধীর হচ্ছে যাতায়াত। এছাড়াও সেতু পার হলেই মিটফোর্ড রোড আর বাদামতলীর ইউলুপ তৈরি করছে প্রতিবন্ধকতা। আর সড়কের খানাখন্দ তো আছেই। কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকার বাসিন্দা আকাশ হাসান বলেন, আমি রাজধানীর পল্টন এলাকায় একটি বিপণিবিতানে চাকরি করি। শুভাঢ্যা থেকে তাঁতীবাজার পর্যন্ত তীব্র যানজট ছিল। তাই কদমতলী থেকে হেঁটে তাঁতীবাজার পর্যন্ত গিয়েছি। বহু মানুষকে দেখা গেছে যারা হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে। অনেকেই আগে থেকে জানতেন না। জরুরি কাজে বেরিয়ে তারা সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছেন। কদমতলী এলাকার বাসিন্দা শাহীন শাহ বলেন, নয়াবাজার এলাকায় প্রিন্টিং কারখানায় কাজ করেন তিনি। প্রতিদিন বাস কিংবা ব্যাটারিচালিত অটোরিকশায় করে নয়াবাজার যান। সেতুতে যানজট থাকায় আগানগর ঘাট থেকে খেয়ানৌকায় করে নদী পার হয়ে মিটফোর্ড ঘাটে যান। এরপর সেখান থেকে হেঁটে কর্মস্থলে গিয়েছিলেন। ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলকারী ইমাদ পরিবহণের চালক মিজান মিয়া বলেন, রোববার রাত থেকে পোস্তগোলা সেতুতে কোনো গাড়ি চলতে দেওয়া হয়নি। তাই বাবুবাজার সেতু দিয়ে রাজধানীতে প্রবেশ করতে হয়েছে। কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকা থেকে বাবুবাজার সেতু পার হতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। অসংখ্যবার গাড়ির স্টার্ট বন্ধ ও চালু করতে হয়েছে। এর আগে গত চার দিনও চলে সেতুটির সংস্কার কাজ। তবে সীমিত আকারে চালু ছিল যান চলাচল। তবে সারাদিন ঢালাইয়ের কাজের জন্য আরও আগেই যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। সওজ কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ বলেন, রোববার দিবাগত রাত ১২টা থেকে আবার পোস্তগোলা সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষ সচেতন হলে, আগে থেকে প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হলে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ঢাকা জেলা ট্রাফিক পুলিশের (দক্ষিণ) পরিদর্শক জাকির হোসেন বলেন, ট্রাফিক পুলিশ সকাল থেকে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। ৮ মার্চ পর্যন্ত পোস্তগোলা সেতুর সংস্কার কাজ চলবে। তাই বাবুবাজার সেতুর দুই পাশেই বাড়তি ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সব ধরনের রিকশা-ভ্যান এ পথে আপাতত চলাচল নিষেধ এবং জনসচেতনতা বাড়াতে মাইকিং করা হচ্ছে। ঢাকা জেলার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাফুজার রহমান বলেন, সড়ক ও জনপদ বিভাগ যেন নির্বিঘ্নে কাজ সম্পন্ন করতে পারে, সেজন্য বুড়িগঙ্গা নদীর ওপর পোস্তগোলা সেতুর দুই পাশে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সংস্কার কাজ চলার ১৬ দিনের মধ্যে ৫ দিন, অর্থাৎ ২৪, ২৬ ফেব্রম্নয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ সেতু দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রসঙ্গত, প্রায় পৌনে চার বছর পর শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (পোস্তগোলা সেতু) এর মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ। বৃহস্পতিবার (২২ ফেব্রম্নয়ারি) সেতুটির সংস্কার কাজ শুরু করেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। ২০২০ সালের ২৯ জুন ঢাকার সদরঘাটে ময়ূরী-২ নামের একটি বড় লঞ্চের ধাক্কায় 'মর্নিং বার্ড' নামের ছোট আরেকটি লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় ডুবে যায়। এই ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসা উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়ের' ধাক্কায় পোস্তগোলা সেতুটির দুটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়।