বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

৭ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃতু্য

যাযাদি ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
৭ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃতু্য

রাজধানীর মাতুয়াইল মদিনা চত্বর শহরপলস্নী এলাকার একটি নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে মো. নান্নু মন্ডল (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃতু্য হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী রাজু মিয়া জানান, নান্নু মিয়া রড মিস্ত্রির সহকারী ছিলেন। ওই ভবনের সাততলায় শাটারিংয়ের কাজ করার সময় হঠাৎ ওপর থেকে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত নান্নুর গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া থানার সোনাতলা গ্রামে। তিনি নিয়ামত মন্ডলের সন্তান। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে