আয়ানের মৃতু্য
স্বাস্থ্যের প্রতিবেদনে অসন্তুষ্ট হাইকোর্ট, তদন্তে নতুন কমিটি
প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খাতনা করতে গিয়ে শিশু আয়ানের মৃতু্যর ঘটনার ফের তদন্তের নির্দেশ দিয়ে নতুন কমিটি করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুলস্নার বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক মাকসুদুল আলমকে প্রধান করে ৫ সদস্যের নতুন এই কমিটি করা হয়েছে। কমিটির অপর চার সদস্য হলেন- শশাঙ্ক কুমার মন্ডল, আজিজুর রহমান কাজল, সাথী মর্তুজা ও আমিনুর রশীদ। এদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তিনজন চিকিৎসক রয়েছেন।
কমিটিকে বিষয়টি অনুসন্ধান করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে রিট আবেদনকারী আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম জানান। তিনি বলেন, 'স্বাস্থ্য অধিদপ্তর যে প্রতিবেদন দিয়েছে তা আদালতের মনোপুত হয়নি। তাই আবার তদন্ত করতে নতুন কমিটি করে দিয়েছেন।'
এদিন রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এবিএম শাহজাহান আকন্দ। ইউনাইটেড হাসপাতালের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্র্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
শুনানির এক পর্যায়ে জ্যেষ্ঠ বিচারক বলেন, 'স্বাস্থ্য অধিদপ্তরের কমিটির রিপোর্ট আমাদের মনোপুত হয়নি। আমরা পাঁচ সদস্যের নতুন কমিটি করে দিচ্ছি।'
এর আগে গত ২৯ জানুয়ারি এ মামলার শুনানিকালে শিশু আয়ান আহমেদের মৃতু্যর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্টকে 'আইওয়াশ' ও 'হাস্যকর' বলেছিলেন বিচারক। স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদনে আয়ানের মৃতু্যর নির্দিষ্ট কারণ চিহ্নিত না করে কয়েকটি সম্ভাবনার কথা বলা হয়। শিশুটির এমন মৃতু্যর জন্য সরাসরি কাউকে দায়ী না করে ভবিষ্যতে এ ধরনের মৃতু্য এড়াতে চার দফা ?সুপারিশ ?তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে- হাসপাতালে একাধিক অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ দেওয়া। রোগী ও রোগীর আত্মীয়স্বজনকে অ্যানেস্থেসিয়া ও অপারেশনের ঝুঁকিগুলো ভালোভাবে অবহিত করা। হাসপাতালে আইসিইউর ব্যবস্থা রাখা। সরকারের অনুমোদনের পর কোনো হাসপাতালের কার্যক্রম শুরু করা। প্রতিবেদনের এক জায়গায় বলা হয়েছে, শিশু আয়ানের ব্রঙ্কাইটিসের সমস্যা ছিল এবং সেজন্য তাকে স্টেরয়েড দেওয়া হয়।