বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
এসএসসি পরীক্ষার্থী হত্যা

জয়পুরহাটে ১৪ বছর পর ৫ জনের মৃতু্যদন্ড

জয়পুরহাট প্রতিনিধি
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জয়পুরহাটে ১৪ বছর পর ৫ জনের মৃতু্যদন্ড

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আবু হোসাইন (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যায় দায়ে পাঁচজনের মৃতু্যদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। হত্যাকান্ডের প্রায় ১৪ বছর পর সোমবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- একই উপজেলার কোকতাঁরা গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী সহিদা বেগম, তার ছেলে রব্বানী, নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন, দরগাপাড়া

গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা ও তার ছেলে রাফিউল।

মামলার নথির বরাত দিয়ে সরকারি কৌঁসুলি জানান, ২০১০ সালের ২৫ মার্চ সকালে পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের আবু হোসাইনের বাবা আবু তাহের নিজের খড়ের পালায় কাজ করছিলেন। সে সময় আসামিরা পূর্ব শত্রম্নতার জের ধরে সেখানে এসে আবু তাহেরকে মারপিট করেন। তখন আবু হোসাইন তার বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও আসামিরা এলোপাতাড়ি মারপিট করে পালিয়ে যায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আবু হোসাইনকে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় ৯ জনের নাম উলেস্নখ করে হত্যা মামলা দায়ের করেন। এরই মধ্যে পেরিয়ে গেছে প্রায় ১৪ বছর। অবশেষে দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এই রায় দেন। তবে দন্ড পাওয়া পাঁচ আসামির মধ্যে আমিনা বেগম নামে একজন পলাতক আছেন। বাকিরা আছেন জেলহাজতে।

আইনজীবীরা জানিয়েছেন, মামলার ৯ আসামির মধ্যে দুইজনকে চার্জশিটে অব্যাহতি দেওয়া হয়েছে। দুইজন মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে