ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের তত্ত্বাবধায়ক আর নেই

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
কর্মস্থলেই অসুস্থ হয়ে মারা গেলেন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহীদুজ্জামান (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান। তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। মোহাম্মদ ওয়াহীদুজ্জামান কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। তিনি ২১তম বিসিএস পাস করে ২০০৩ সালের ২১ মে স্বাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করেন তিনি। ২০২১ সালের ২৩ জুন তিনি ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকালে জেলা প্রশাসনের একটি মাসিক সভায় যোগ দিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যান। সভা শেষ করে বেলা ১২টা থেকে সাড়ে ১২টার দিকে নিজের কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ফিরে আসেন। পরে সেখানে নাস্তা করার পর ডায়াবেটিসের মাত্রা বেড়ে গেলে কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালের চিকিৎসকসহ অন্যরা তাকে ব্রাহ্মণবাড়িয়া আইসিইউ হসপিটালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে তিনটার দিকে তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উলস্নাহ বলেন, এই আকস্মিক মৃতু্যতে আমরা খুবই মর্মাহত। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত আমার সঙ্গে সুস্থ শরীরের জেলা প্রশাসনের এক সভায় ছিলেন। সভা শেষ করে সুস্থ শরীরে কর্মস্থল হাসপাতালে ফিরে যান। সেখানে অসুস্থ হলে তাকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কিছু মৃতু্য খুবই কষ্টের ও বেদনার, যন্ত্রণার। তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।