ঢাকায় অপহৃত আইনজীবী শেরপুর থেকে উদ্ধার

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
ছালেহ আহমেদ নিরু
রাজধানী ঢাকার একটি রাস্তা থেকে দিনদুপুরে জোর করে তুলে নিয়ে যাওয়া সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে তিনদিন পর শেরপুরের শ্রীবরদী থানা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারীদের কাউকে পুলিশ এখনো শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। গৃহবধূ সুমাইয়া আক্তার জানান, গত ১৪ ফেব্রম্নয়ারি তার স্বামী এস এম ছালেহ আহমেদ নিরু (সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সদস্য, আইডি নম্বর ৭৪৫৭) ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে বন্ধুসহ সুপ্রিম কোর্টের কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাদের আক্রমণ করে। তার বন্ধুকে রিকশা থেকে নামিয়ে দিয়ে ছালেহ আহমেদকে সাদা রংয়ের প্রাইভেট কারে জোরপূর্বক তুলে নিয়ে যায়। স্বামীর বন্ধু শহিদুল ইসলামের কাছ থেকে এ খবর পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তিনি বারবার স্বামীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পান। পরবর্তীতে তিনি স্বামীর সন্ধান পেতে বিভিন্ন থানায় ছোটাছুটি করেন। তবে কেউ কোনো সন্ধান দিতে পারেনি। অপহরণের ঘটনার ৩ দিন পর অজ্ঞাতনামা এক ব্যক্তি সুমাইয়া আক্তারকে ফোন করে জানান, তার স্বামী শেরপুরের শ্রীবরদী থানার মায়ের মাজারের পাশে পড়ে আছেন এবং তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে সুমাইয়া আক্তার সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। ১৬ ফেব্রম্নয়ারি তিনি তার স্বামীর জীবনের নিরাপত্তা চেয়ে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৭৬৪) করেন। অপহরণকারী অজ্ঞাত ব্যক্তিদের নাম-ঠিকানা পেলে থানায় মামলা করা হবে বলে জানান তিনি।