শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
বেনাপোল এক্সপ্রেসে আগুন

ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত নিখোঁজ এলিনার মরদেহ

যাযাদি ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত নিখোঁজ এলিনার মরদেহ

রাজধানীর গোপীবাগে গত ৫ জানুয়ারি রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজ এলিনা ইয়াসমিনের (৪০) মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। নিহত এলিনা ইয়াসমিন রাজবাড়ী পৌরসভার নুরপুর গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে এলিনা ইয়াসমিনের চাচা নজরুল ইসলাম বলেন, গত ৫ জানুয়ারি রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় দগ্ধ এলিনা ইয়াসমিনের মরদেহ ঢাকা মেডিকেলে ডিএনএ টেস্টের মাধ?্যমে শনাক্ত করা হয়েছে। বিষয়টি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ টেলিফোনে আমাদের জানিয়েছেন। বৃহস্পতিবার (আজ) মরদেহ আমাদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। মরদেহ হস্তান্তর করা হলে পরে জানাজার সময় ও স্থান জানানো হবে।

তিনি আরও বলেন, এলিনা তার বাবার কুলখানী শেষ করে ৬ মাসের শিশুসন্তান, বোন ডেইজি আক্তার রত্না, বোনজামাই ইকবাল বাহার ও তা?দের দুই সন্তানসহ বেনা?পোল এক্স?প্রেস ট্রেনে 'চ' বগিতে ঢাকায় যাচ্ছিলেন। রাজবাড়ী রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। মাঝে একবার তাদের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু রাত সাড়ে ৯টায় গোপীবাগ এলাকায় ট্রেনে আগুন লাগার ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল এলিনা।

প্রসঙ্গত, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকান্ডের ঘটনায় এলিনা ইয়াসমিনসহ রাজবাড়ীর আরও দুইজন নিখোঁজ হয়। তারা হলেন- চন্দ্রিমা চৌধুরী ওরফে সৌমি (২৮) ও আবু তালহা (২৮)। চন্দ্রিমা ও আবু তালহার মরদেহ এখনো শনাক্ত

করা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে