শান্তি ও সমৃদ্ধি কামনায় শেষ বিশ্ব ইজতেমা
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে শেষ হলো এবারের আয়োজন।
রোববার বেলা ১১টা ১৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় এবং ১১টা ৪৩ মিনিটে শেষ হয়, ২৬ মিনিট চলে আখেরি মোনাজাত। ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা'দ আখেরি মোনাজাত পরিচালনা করেন। চোখের পানিতে বুক ভাসিয়ে মুসলিস্নরা আলস্নাহর দরবারে ফরিয়াদ জানিয়ে, মুসলিম বিশ্বে সুখ-শান্তি কামনা করেছেন তারা।
মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আলস্নাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।
আখেরি মোনাজাতে নিজের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আলস্নাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি অর্জনের আশায় উপস্থিত লাখ লাখ মুসলিস্ন প্রার্থনা করেন।
মোনাজাতে দুই হাত তুলে লাখ মুসলিস্ন বার বার বলছিলেন, আমিন আমিন। মোনাজাতের সময় এই ধ্বনিতে পুরো টঙ্গী এলাকা মুখরিত হয়ে ওঠে। তারা সবাই ইহলোকের মঙ্গল ও পরলোকের ক্ষমা প্রার্থনা করে চাইলেন সুখ ও সমৃদ্ধি।
ইজতেমা এলাকা ঘুরে দেখা গেছে, আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য শত শত নারী আশপাশের মিল-কারখানা ও বাসাবাড়ির ভেতর মোনাজাতে অংশ নিয়েছেন। বিশ্ব ইজতেমা ময়দানের তাশকিল কামরার পাশে প্রতিবন্ধীদের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থায় দুই শতাধিক প্রতিবন্ধী বিশ্ব মোনাজাতে অংশ নিয়েছেন।
রোববার ফজরের পরে
\হহিন্দিতে বয়ান করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তা তাৎক্ষণিক বাংলা তরজমা করেন মাওলানা আব্দুলস্নাহ। বয়ানের পরেই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলবীর মাওলানা ইউসুফ বিন সাদ।
গাজীপুরে মাঠের বাইরে মোনাজাত লাইভ
এদিকে টঙ্গী আখেরি মোনাজাতে সরাসরি যারা অংশ নিতে পারেননি তাদের জন্য গাজীপুরের চান্দনা-চৌরাস্তার ঈদগা ময়দানে আখেরি মোনাজাত লাইভ করা হয়। সাদিয়া কম্পিউটার থেকে এ আয়োজন করা হয়। সাদিয়া কম্পিউটারের অধিকর্তা মো. শরিফুল ইসলাম শরিফ জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্বেও আখেরি মোনাজাত একইভাবে লাইভ করা হয়েছিল। মোনাজাতের আধাঘণ্টা আগে থেকেই লাইভ প্রচার শুরু করা হয়, ইজতেমা মাঠের হেদায়তি বয়ান থেকেই এই প্রচার শুরু করা হয়। লাইভ প্রচার করতে চান্দনা-চৌরাস্তার ঈদগাহ মার্কেটের তারিক মাইক সার্ভিস কয়েকটি মাইকের হর্ন সরবরাহ করেন। তাতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে প্রচারিত বয়ান এবং আখেরি মোনাজাত স্পষ্ট শুনতে পান উপস্থিত মুসলিস্নরা।
সাদিয়া কম্পিউটারের অধিকর্তা মো. শরিফুল ইসলাম জানান, আগে পুলিশের ওয়াকি টকি ব্যবহার করে এখানে আখেরি মোনাজাতের অংশ নিতে আয়োজন করা হতো। তখন থেকেই যারা ময়দানে অংশ নিতে পারেননি তারা আখেরি মোনাজাতের দিন চান্দনা ঈদগাহ মাঠে এসে জড়ো হতেন। এসব মানুষের চাহিদা পূরণে প্রযুক্তির উন্নতিতে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আখেরি মোনাজাত একটি টেলিভিশন স্টেশন থেকে প্রসারিত লাইভ কানেক্ট করে প্রচারের ব্যবস্থা করেছি।
লাইভে মোনাজাতে অংশ নেওয়া আশপাশের নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় নলজানি এলাকার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার মধ্যরাত থেকেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমার মতো অনেকেই ইজতেমার যেতে পারেননি। চন্দনা চৌরাস্তায় এ লাইভ আয়োজন করায় আমরা সরাসরি এখান থেকে বয়ান- মোনাজাত শুনতে ও বুঝতে পেরেছি। যারা এ আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই।
চান্দনা এলাকা থেকে করিমন নেছা নামে একজন বলেন, চন্দনা ঈদগাহ মাঠের এক পাশে আইন উদ্দিন সরকার দাখিল মাদ্রাসার সামনে বসে মোনাজাতের শরিক হতে পেরে ধন্য মনে করছি। আমার মতো অনেক নারী এ মোনাজাতে শরিক হয়েছেন।
এদিকে মোনাজাত শেষে সড়ক-মহাসড়ক ধরে দলে দলে বাড়ি ফিরেছেন মুসলিস্নরা। কেউ উঠেছেন বাসে, কেউ পিকআপ ভ্যানে, আবার অনেকেই ঝুঁকি নিয়ে উঠেছেন ট্রেনের ছাদে। তবে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার মুসলিস্নরা যানবাহনের আশায় না থেকে হেঁটেই বাড়ি ফিরে যান।
মোনাজাত শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানুষের ঢল নামে। মুসলিস্নদের চলাচলের সুবিধার্থে মোনাজাত শুরুর আগেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
টঙ্গীর তুরাগ তী?রে চলমান ইজ?তেমার দ্বিতীয় প?র্বে ৬৫ দেশের ৯ হাজার ২৩১ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। এ তথ?্য নি?শ্চিত ক?রে?ছেন দ্বিতীয় পর্বের? মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। বিদেশি মেহমানদের মধ্যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার ২ হাজার ৭৫৯ জন, উর্দু ২ হাজার ৬৬২ জন, ইংলিশ ২ হাজার ৬১৫ জন, আরব ৭৩২ জন ছিলেন। এছাড়া ১৯০ জন বিদেশি ছাত্র এবং অন্যান্য ১ হাজার ২৭৩ জন। এছাড়া ৬৫টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুদান, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, জর্দান ও যুক্তরাজ্য অন্যতম।
গাজীপুর মে?ট্রোপ?লিটন পু?লিশের (জিএমপি) ক?মিশনার মাহাবুব আলম ব?লেন, প্রথম প?র্বের মতো শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুলস্নাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হয়নি।