দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন ইবাদতে মশগুল ছিলেন মুসলিস্নরা

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রেজাউল কবির রাজিব, টঙ্গী
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার আমবয়ান, জিকির ও ইবাদতে মগ্ন ছিলেন মুসলিস্নরা -সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে শনিবার আমবয়ান, জিকির ও ইবাদতে মশগুল ছিলেন মুসলিস্নরা। মাঘের শীত ও কুয়াশা উপেক্ষা করে এতে শামিল হয়ে তারা আলস্নাহর নৈকট্য লাভের আশায় প্রার্থনা করেন। আজ রোববার আখেরি মোনাজাতের মাধ্য দিয়ে শেষ হবে এ বছরের আয়োজন। ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, শামিয়ানার ভেতরে যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। মাঠে পাটি ও চট দিয়ে বিছানা পেতে বসে বয়ান শুনছেন মুসলিস্নরা। কেউ বসে বয়ান শুনছেন, কেউ আবার রান্না করা অবস্থায় বয়ান শুনছেন। কেউ কেউ করছিলেন অজু ও গোসল। তবে সবাই অন্য কাজে ব্যস্ত থাকলেও মনোযোগ ছিল মাইকে ভেসে আসা বয়ানের দিকে। ফজরের নামাজের পর ভারতের মাওলানা সাদ কান্ধলভীর মেজো ছেলে মাওলানা সাঈদ বিন সাদ কান্ধলভীর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। তার বয়ান অনুবাদ করেন বাংলাদেশের মুফতি উসামা ইসলাম। ফজরের নামাজের পর শুরু হওয়া বয়ান শেষ হয় সকাল ১০টায়। এরপর দ্বিতীয় বয়ান শুরু হয় জোহরের নামাজের পর। মাঝের সময়টাতে মুসলিস্নরা ব্যস্ত ছিলেন তাবলিগ জামাতে নিজেদের মধ্যে ইসলামি আলোচনা, ২ জিকির-আসকার ও অন্যান্য কাজে। পাবনার চাটমোহর থেকে আসা মো. ঈমান আলী জানান, ১৬ জনের একটি জামাতের সঙ্গে ইজতেমায় এসেছেন তিনি। ঈমান আলী বলেন, 'এক বছর পর আবার সব সাথী একসঙ্গে হয়েছি। ইজতেমা মাঠে বড় জামাতে নামাজ আদায় করছি, দাওয়াতি বয়ান শুনছি। খুব ভালো লাগছে। ৭৮৪৮ জন বিদেশি মেহমানের অংশগ্রহণ এদিকে, তুরাগতী?রে বিশ্ব ইজ?তেমার দ্বিতীয় প?র্বে শনিবার সকাল পর্যন্ত ৬১ দেশের ৭৮৪৮ জন বিদেশি মেহমান ময়দানে অবস্থান করেন। ইজ?তেমা আ?য়োজক ক?মি?টি জানিয়েছে- এর মধ্যে পশ্চিমবঙ্গের ২৪২৩, উর্দু ২২৫৫, ইংলিশ ২৪১৫, আরব ৪৮৩ জন রয়েছেন। বি?দে?শি ছাত্র ১৫০ জন ও অন্যান্য ক্যাটাগরিতে আছেন ১৬০ জন। ৬১টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, শ্রীলংকা, সুডান, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, অষ্ট্রেলিয়া, ফ্রান্স,সিঙ্গাপুর, ইতালি, জর্দান ও যুক্তরাজ্য অন্যতম। শ?নিবার এ তথ্য নিশ্চিত করেন দ্বিতীয় পর্বের? মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা আ?য়োজক ? কমিটি। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ,র্ যাবসহ সব বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। মোনাজাত করবেন মাওলানা ইউসুফ বিন সাদকান্ধলভী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে রোববার আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদকান্ধলভী। মোনাজাত শুরু হবে সকাল সাড়ে ১০টা থে?কে ১১টার ম?ধ্যে। ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার ফজরের পরে বয়ান কর?বেন মুফতি মাকসুদ (ভারত), বাংলা তরজমা-মাওলানা আব্দুলস্নাহ। বয়ানের পরেই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলা তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।