শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আম বয়ানে শুরু

যাযাদি ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আম বয়ানে শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা ইজতেমা ময়দান বুঝে পাওয়ার পর বৃহস্পতিবার বাদ জোহর এ পর্বের আম বয়ান শুরু হয়। ইজতেমা উপলক্ষে আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এদিকে এবারের ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভির অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। তবে বুধবার সন্ধ্যায় ইজতেমা ময়দানে পৌঁছেছেন মাওলানা সাদের তিন ছেলে। তারা হলেন- মাওলানা ইউসুফ কান্ধলভি, মাওলানা সাঈদ কান্ধলভি ও মাওলানা ইলিয়াস কান্ধলভি। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর ইজতেমার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, তাবলিগ জামাতের চিন্তা-চেতনা, লক্ষ্য ও উদ্দেশ্য একটাই, তা হলো আলস্নাহকে রাজি-খুশি করা। সে কারণে কেউ এখানে কোন বিশৃঙ্খলা করার মতো অসৎ চিন্তা কোনো অবস্থাতেই তাবলিগ জামাতে যারা দায়িত্বশীল আছেন তারাও করেন না বা এখানে যারা আসেন তারাও করেন না। এটাই বাস্তবতা।

মাওলানা সা'দকে এবার বিশ্ব ইজতেমায় আসার অনুমতি দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সাদ সাহেবের পক্ষে যারা কাজ করছেন তারা চেষ্টা করছেন তাকে এবার ইজতেমায় আনতে। আমাদের সরকারের সঙ্গেও তাদের কথা চলছে। সমোঝোতার মধ্য দিয়ে হয়তো এটা সম্ভব হতে পারে। আমরা সেই চিন্তাটা করছি। তবে এ বিষয়ে কিছু বাধ্যবাধকতা আছে, নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে আমাদের সবকিছু করতে হয়। এখানে সরকারের পক্ষে যারা পরিস্থিতি

\হনিয়ন্ত্রণ করেন কোনো অসৎ কাজ বা কোনো দুর্ঘটনা কোন কিছুর সৃষ্টি যাতে না হয়। সে কারণে তাদেরও এ ব্যাপারে অংশীদারিত্ব রয়েছে।

মন্ত্রী বলেন, পরশু রাতে ভারতের তাবলিগ মুরুব্বি আশরাফ মাদানী বাংলাদেশে এসেছিলেন। আমি সেখানে গিয়েছিলাম। তার বক্তব্য রেকর্ড করেছি। তার অর্থ বাংলায় রূপান্তর করছি, খতিয়ে দেখছি। চারজন আলেম-ওলামা এ নিয়ে বৃহস্পতিবার রাতে আলোচনায় বসছে। এ আলোচনাকে সামনে রেখে আমরা এগুচ্ছি। চেষ্টা করছি উভয় পক্ষের মধ্যে যোগাযোগ করছি, তাদের উভয় পক্ষের মধ্যে সমঝোতা করতে। সেই চেষ্টার কোনো ঘাটতি নেই।

এদিকে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসলিস্নরা বৃহস্পতিবার থেকে ইজতেমা ময়দানে জড়ো হতে থাকেন। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে থেকে দুই হাজারের বেশি মুসলিস্ন ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।

আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার বাদ জোহর থেকেই শুরু হয় বয়ান। রোববার আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসলিস্ন অংশ নেবেন বলে ধারণা করছেন আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে