জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আবাসিক হলে গত শনিবার রাতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত, সব দোষীকে গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেছেন, 'নারীর প্রতি সহিংসতার মূল কারণ পুরুষতান্ত্রিক ক্ষমতা প্রদর্শন এবং সন্ত্রাস-সহিংসতাভিত্তিক রাজনৈতিকচর্চা। যে সামাজিক-রাজনৈতিক কাঠামো এ ধরনের চর্চা তৈরি করে, আমরা এর বিরোধী এবং সব অবস্থায় বিরোধী থাকব।'
সোমবার দুপুরে বুয়েটের শহীদ মিনারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কর্মসূচিতে শিক্ষার্থীরা এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের মতো
\হন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 'বুয়েটের সাধারণ শিক্ষার্থী'রা এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে লিখিত বক্তব্য পড়ে শোনান বুয়েটের দুই শিক্ষার্থী। এতে বলা হয়, 'বিশ্ববিদ্যালয় একটি দেশের জ্ঞানচর্চার মেরুদন্ড। সেখানে দলবদ্ধ ধর্ষণের ঘটনা দেশের জন্য অত্যন্ত ন্যক্কারজনক। আমরা বুয়েটের শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও বিচার চাই।'
ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে তিনজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা। এ ছাড়া তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দুইজনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।