দেড় ঘণ্টা পর ঘুরল মেট্রোরেলের চাকা
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
কারিগরি ত্রম্নটি সারিয়ে সচল মেট্রোরেল। প্রায় দেড় ঘণ্টা পর রোববার (৪ ফেব্রম্নয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ সময়ে ভোগান্তিতে ছিলেন যাত্রীরা।
রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া।
তিনি জানান, সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে সার্ভিস ফের চালু করা হয়েছে। কিছু যান্ত্রিক ত্রম্নটি হয়েছে। এখন আবার ঠিক হয়েছে। এর আগে বিকাল সোয়া ৩টার দিকে কারিগরি ত্রম্নটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রোরেল।
যাত্রীর চাপে টিকিট শেষ : এদিকে, এদিন
সকালে উত্তরার স্টেশনে যাত্রীর চাপে গেট বন্ধ করে দিয়েছিল স্টেশন কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা রোববার শেষ হয়েছে। জানা যায়, মোনাজাত শেষে যাত্রীরা সবাই একসঙ্গে ফিরতে গিয়েই বাধে বিপত্তি। যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে। স্টেশনের সামনে ছিল শত শত মানুষের ভিড়। ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা এক গণমাধ্যমকর্মী জানান, বেলা ১১টার পরে স্টেশনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের টিকিট শেষ, যাত্রীরা যেন সামনের স্টেশনের দিকে যান।
মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগ তীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।
এদিকে, মোনাজাতে অংশ নিতে আসা মুসলিস্নদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুলস্নাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মন্নুগেট সড়ক ও আবদুলস্নাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।