রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

পদ্মার চর থেকে এক ব্যক্তির ৯ টুকরো লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পদ্মার চর থেকে এক ব্যক্তির ৯ টুকরো লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কুষ্টিয়ার হরিপুর পদ্মা নদীর চর থেকে মিলন হোসেন (২৭) নামে এক তরুণের ৯ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের টুকরোগুলো সাতটি ব্যাগে রাখা ছিল। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে দেহের খন্ডিত অংশগুলো উদ্ধার করা হয়। পরে লাশের টুকরাগুলো কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। তাদের জেলা গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মাওলা বক্স সরদারের ছেলে। তিনি স্ত্রী মিমি খাতুনকে নিয়ে কুষ্টিয়া শহরের হাউজিং ই বস্নকে ভাড়া বাসায় থাকতেন। টেক্সটাইল প্রকৌশলে পড়ার পাশাপাশি তিনি অনলাইনে আউট সোর্সিংয়ের কাজ করতেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে সজীব নামের এক যুবকের ফোনকল পেয়ে মিলন শহরের ভাড়া বাসার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ওইদিন সন্ধ্যায় তার স্ত্রী মিমি খাতুন কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তদন্ত শুরু করে পুলিশ। মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে প্রথমে মিলনের এক বন্ধুকে আটক করা হয়।

তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার বিকালে অভিযান চালিয়ে সজীবসহ আরও চার জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মিলনকে হত্যার পর তার লাশ টুকরা করে পদ্মার চরে পুঁতে রাখার কথা স্বীকার করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, চাঁদার দাবিতে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িত কয়েকজনকে আটকের পর তাদের দেখানো জায়গা থেকে লাশের ৯টি টুকরা উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে