আন্দোলনে ভোটবিহীন সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে - জয়নুল আবদিন ফারুক

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুলিশকে নিরপেক্ষ রেখে রাজনীতির মাঠে এসে আওয়ামী লীগকে ক্ষমতা যাচাইয়ের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বিএনপি হতাশ নয়, আন্দোলনেই সমুচিত জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ফারুক বলেন, গণতান্ত্রিক কর্মসূচি পালনে অনুমতির দরকার নেই, এটা গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপির গণতান্ত্রিক কর্মসূচি নিয়ে হুমকি দিচ্ছেন। হুমকি ধামকি দিয়ে বিএনপিকে আটকাতে পারবে না। ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জয়নুল আবদিন ফারুক বলেন, ক্ষমতাসীনরা লগি-বৈঠা দিয়ে মানুষ মেরেছে, গণতন্ত্র হত্যা করেছে, ৭ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছে। ভাইয়ে ভাইয়ে ডামি নির্বাচন করেছে। নির্বাচনের আগেও অনেক হুমকি-ধমকি দিয়েছে, এখনো আবার দিচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে ফারুক বলেন, ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী টিআইবিকে বলেছেন বিএনপির দালাল। দু'দিন পর সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য) দালাল বলা শুরু করবেন। কারণ যারা আপনাদের বিরোধিতা করে তারাই আপনাদের শত্রম্ন। আপনারা নিজেদের মনে করেন গণতন্ত্রের লোক, নিজেদের মনে করেন স্বাধীনতার স্বপক্ষের লোক। কিন্তু সেই কাজটি আপনারা করেন না। কারাগারে নির্যাতনের চিত্র তুলে ধরে মানববন্ধনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, কারাগারে ধারণ ক্ষমতা ৪১ হাজার। বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা লক্ষাধিক। বিরোধী দলের নেতাকর্মী যারা রাজপথে সংগঠিত করতে পারেন, যারা নেতাকর্মীদের নিয়ে রাজপথে হাজির হতে পারেন, বেছে বেছে তাদের গ্রেপ্তার করে কারাগারে নিয়ে অমানবিক নির্যাতন করছে। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কৃষক দলের ভিপি ইবরাহিম, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।