বায়ুদূষণে ১০০ শহরের মধ্যে চতুর্থ অবস্থানে রাজধানী ঢাকা

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্বের ১০০ শহরের মধ্যে সোমবার সকালে বায়ুদূষণে ঢাকার স্থান ছিল চতুর্থ। এদিন সকাল সাড়ে ৮টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৯৪। এই স্কোরকে অস্বাস্থ্যকর বলে ধরা হয়। এদিন বিশ্বে বায়ুদূষণে প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল ঘানার আক্রা ও ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এই দুই শহরের স্কোর যথাক্রমে ২৮৪ ও ২৪৫। বায়ুদূষণের এই পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আজ বায়ুদূষণের যে অবস্থা, এতে বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। আইকিউএয়ারের দেওয়া সোমবারের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। এদিন ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) মানদন্ডের চেয়ে ২৮ গুণের বেশি। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার যে তিন স্থানে বায়ুদূষণ সবচেয়ে বেশি, সেগুলোর মধ্যে আছে- ঢাকার মার্কিন দূতাবাস এলাকা, আগা খান একাডেমি ও গুলশান লেক পার্ক। এই তিন স্থানের স্কোর ছিল যথাক্রমে ২৬৫, ২৩৯ ও ২০৩। বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন- বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।