শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

খুলনার কাছে কোনো পাত্তাই পেল না রংপুর

ক্রীড়া প্রতিবেদক
  ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
খুলনার কাছে কোনো পাত্তাই পেল না রংপুর ম ক্রীড়া প্রতিবেদক বিপিএলের চলতি আসরে দুর্দান্তভাবে শুরু করেছে খুলনা টাইগার্স। ঢাকা পর্বে অপরাজিত থেকে সিলেট পর্বেও বেশ ছন্দে রয়েছে এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স। সিলেট পর্বের প্রথম ম্যাচে সাকিবদের রংপুর রাইডার্সকে ২৮ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। চলতি আসরে এই প্রথম জয় পেল আগে ব্যাট করা দল। খুলনার এটি টানা তৃতীয় জয়। ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। তিন ম্যাচে দুটিতে হারল রংপুর। দেশি ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে প্রতিরোধ গড়েন মোহাম্মদ নাওয়াজ ও দাসুন শানাকা। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এনে দিলেন লড়াই করার পুঁজি। পরে বল হাতেও আলো ছড়ালেন দুই অলরাউন্ডার। তাদের উজ্জ্বল পারফরম্যান্সে রংপুর রাইডার্সকে পাত্তাই দিল না খুলনা টাইগার্স। ম্যাচসেরা হয়েছেন দাসুন শানাকা। ব্যাটে আলো ছড়ানোর পাশাপাশি বল হাতেও দুর্দান্ত শানাকা। বল হাতে তিন ওভারে ১৬ রান খরচায় নিয়েছেন চার উইকেট। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে আন্ত্রমণ জানায় রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে নেমে সাকিব-সোহানদের ১৬১ রানের লক্ষ্য দেয় বিজয়ের দল। জবাবে দিতে নেমে শুরুতে খুলনার বোলিং তোপে পড়ে রনি-বাবররা। শেষ পর্যন্ত ১৩২ রানে অলআউট হয় রংপুর। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর রাইডার্স। দলীয় ১১ রানের দুই বিদেশি ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে রংপুর। ৮ বলে দুই রান করে স্বদেশী ওয়াসিম জুনিয়রের বলে লেগ বিফোরে কাটা পড়েন বাবর আজম। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও রান তুলতে পারেননি ব্যান্ডন কিং। ১ রান করে মোহাম্মদ নাওয়াজের বলে বোল্ড আউট হন এই ক্যারিবীয় ব্যাটার। তবে শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন ওপেনার রনি তালুকদার। তবে ইনিংস বড় করতে পারেনি এই ব্যাটারও। ২৫ বলে ১৫ রান করে আউট হন তিনি। অপর প্রান্তে ব্যাট চালিয়ে ২২ বলে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শামীম। তাকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ নবি। শামীমের আউটের পর মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন আফগান তারকা আজমতুলস্নাহ ওমারজাই। শেষদিকে ব্যাটে এসে দলকে রক্ষা করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। ৪ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়ানের পথ ধরেন তিনি। শেষদিকে মাহেদীকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন নবি। ২৪ বলে রংপুরে জয়ের জন্য দরকার ছিল ৬২ রান। ৮ বলে ১২ রান করে মাহেদী আউট হলে পর পর দুই বাউন্ডারি মেরে ক্যাচ আউট হন রিপন মন্ডল। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন নবি। এতে ২৮ বলে ফিফটি তুলে নেন এই আফগান অলরাউন্ডার। পরের বলে নবি ক্যাচ আউট হলে ১৩২ রানের অলআউট হয় রংপুর রাইডার্স। এতে ২৮ রানের জয় পায় খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন দাসুন শানাকা। এ ছাড়া মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নাওয়াজ দুটি করে উইকেট নেন। এক উইকেট শিকার করেন নাসুম আহমেদ। সংক্ষিপ্ত স্কোর খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৬০/৬ (এনামুল ০, লুইস ৩৭, জয় ৭, আফিফ ৪, শানাকা ৪০, নাওয়াজ ৫৫, ওয়াসিম ৭*, হাবিবুর ১*; ওমারজাই ০/৪১, মেহেদি ২/২০, নাবি ০/৭, হাসান ৩/২৯, সাকিব ০/২১, রিপন ১/৪১)। রংপুর রাইডার্স: ১৮.৪ ওভারে ১৩২ (রনি ১৫, বাবর ২, কিং ১, শামীম ৩০, নাবি ৫০, ওমারজাই ৪, সোহান ১, সাকিব ২, মেহেদি ১২, রিপন ৮, হাসান ০*; নাহিদুল ০/১৮, ওয়াসিম ২/৩১, নাসুম ১/২৫, নাওয়াজ ২/১৩, মুকিদুল ০/২৯, শানাকা ৪/১৬)। ফল: খুলনা টাইগার্স ২৮ রানে জয়ী ম্যাচসেরা: দাসুন শানাকা ক্যাপশন: বিপিএলের সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারানোর পর মাঠ ছাড়ছেন খুলনার ক্রিকেটাররা -ওয়েবসাইট

বিপিএলের চলতি আসরে দুর্দান্তভাবে শুরু করেছে খুলনা টাইগার্স। ঢাকা পর্বে অপরাজিত থেকে সিলেট পর্বেও বেশ ছন্দে রয়েছে এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স। সিলেট পর্বের প্রথম ম্যাচে সাকিবদের রংপুর রাইডার্সকে ২৮ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। চলতি আসরে এই প্রথম জয় পেল আগে ব্যাট করা দল। খুলনার এটি টানা তৃতীয় জয়। ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। তিন ম্যাচে দুটিতে হারল রংপুর।

দেশি ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে প্রতিরোধ গড়েন মোহাম্মদ নাওয়াজ ও দাসুন শানাকা। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এনে দিলেন লড়াই করার পুঁজি। পরে বল হাতেও আলো ছড়ালেন দুই অলরাউন্ডার। তাদের উজ্জ্বল পারফরম্যান্সে রংপুর রাইডার্সকে পাত্তাই দিল না খুলনা টাইগার্স। ম্যাচসেরা হয়েছেন দাসুন শানাকা। ব্যাটে আলো ছড়ানোর পাশাপাশি বল হাতেও দুর্দান্ত শানাকা। বল হাতে তিন ওভারে ১৬ রান খরচায় নিয়েছেন চার উইকেট।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে আন্ত্রমণ জানায় রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে নেমে সাকিব-সোহানদের ১৬১ রানের লক্ষ্য দেয় বিজয়ের দল। জবাবে দিতে নেমে শুরুতে খুলনার বোলিং তোপে পড়ে রনি-বাবররা। শেষ পর্যন্ত ১৩২ রানে অলআউট হয় রংপুর।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর রাইডার্স। দলীয় ১১ রানের দুই বিদেশি ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে রংপুর। ৮ বলে দুই রান করে স্বদেশী ওয়াসিম জুনিয়রের বলে লেগ বিফোরে কাটা পড়েন বাবর আজম। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও রান তুলতে পারেননি ব্যান্ডন কিং। ১ রান করে মোহাম্মদ নাওয়াজের বলে বোল্ড আউট হন এই ক্যারিবীয়

ব্যাটার। তবে শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন ওপেনার রনি তালুকদার। তবে ইনিংস বড় করতে পারেনি এই ব্যাটারও। ২৫ বলে ১৫ রান করে আউট হন তিনি। অপর প্রান্তে ব্যাট চালিয়ে ২২ বলে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শামীম। তাকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ নবি।

শামীমের আউটের পর মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন আফগান তারকা আজমতুলস্নাহ ওমারজাই। শেষদিকে ব্যাটে এসে দলকে রক্ষা করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। ৪ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়ানের পথ ধরেন তিনি। শেষদিকে মাহেদীকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন নবি। ২৪ বলে রংপুরে জয়ের জন্য দরকার ছিল ৬২ রান। ৮ বলে ১২ রান করে মাহেদী আউট হলে পর পর দুই বাউন্ডারি মেরে ক্যাচ আউট হন রিপন মন্ডল। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন নবি। এতে ২৮ বলে ফিফটি তুলে নেন এই আফগান অলরাউন্ডার। পরের বলে নবি ক্যাচ আউট হলে ১৩২ রানের অলআউট হয় রংপুর রাইডার্স। এতে ২৮ রানের জয় পায় খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন দাসুন শানাকা। এ ছাড়া মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নাওয়াজ দুটি করে উইকেট নেন। এক উইকেট শিকার করেন নাসুম আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৬০/৬ (এনামুল ০, লুইস ৩৭, জয় ৭, আফিফ ৪, শানাকা ৪০, নাওয়াজ ৫৫, ওয়াসিম ৭*, হাবিবুর ১*; ওমারজাই ০/৪১, মেহেদি ২/২০, নাবি ০/৭, হাসান ৩/২৯, সাকিব ০/২১, রিপন ১/৪১)।

রংপুর রাইডার্স: ১৮.৪ ওভারে ১৩২ (রনি ১৫, বাবর ২, কিং ১, শামীম ৩০, নাবি ৫০, ওমারজাই ৪, সোহান ১, সাকিব ২, মেহেদি ১২, রিপন ৮, হাসান ০*; নাহিদুল ০/১৮, ওয়াসিম ২/৩১, নাসুম ১/২৫, নাওয়াজ ২/১৩, মুকিদুল ০/২৯, শানাকা ৪/১৬)।

ফল: খুলনা টাইগার্স ২৮ রানে জয়ী

ম্যাচসেরা: দাসুন শানাকা

ক্যাপশন: বিপিএলের সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারানোর পর মাঠ ছাড়ছেন খুলনার ক্রিকেটাররা -ওয়েবসাইট

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে