শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মিয়ানমারের বন্দরনগর দখলের দাবি করল আরাকান আর্মি

যাযাদি ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
মিয়ানমারের বন্দরনগর দখলের দাবি করল আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে দুই মাসের বেশি সময় ধরে সংঘর্ষের পর দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী একটি বন্দর নগর দখলে নেওয়ার দাবি করেছে।

বুধবার রাতে দ্য আরাকান আর্মি বলেছে, মিয়ানমারের পশ্চিমে রাখাইন রাজ্যে গুরুত্বপূর্ণ বন্দরনগরী পাউকতাওয়ের পুরোপুরি দখল নিয়েছে তারা।

এর আগে গত বছরের নভেম্বরে পাউকতাও শহর আংশিক দখলে নেয় আরাকান আর্মি। ২০২১ সালে সামরিক অভু্যত্থানের পর থেকে যে যুদ্ধবিরতি হয়, এ ঘটনায় তা ভেঙে যায়। তবে ওই যুদ্ধবিরতিও খুব বেশি কার্যকর ছিল না।

শহরের বাসিন্দারা বলেছেন, জান্তা সরকার নিয়মিত সেখানে গোলা ও নৌ হামলা চালাত। হেলিকপ্টার থেকেও শহরটিতে গুলিবর্ষণ করা হতো।

নিউগুগল আর্থের ছবিতে দেখা গেছে, পাউকতাও শহরের অনেক এলাকা বিধ্বস্ত। থানার বেশ কয়েকটি ভবনও বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে।

তবে আরাকান আর্মির দাবির সত্যতা যাচাই করতে পারেনি এএফপি। আরাকান আর্মির ঘনিষ্ঠ সূত্র এ সপ্তাহের শুরুতে এএফপিকে বলেছে, তারা শহরে অভিযান চালাচ্ছে।

গত মঙ্গলবার জান্তা সরকার ওই শহরে সংঘর্ষ চলার খবর জানায়। জাতিসংঘ গত নভেম্বরে বলেছে, সংঘর্ষের কারণে ওই শহরের প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে দেশটির বেশ কয়েকটি জাতিগোষ্ঠীর সংঘর্ষ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে