নেত্রকোনার পূর্বধলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক আলহাজ ইউনুছ আলী মন্ডল (৯২) রোববার দিনগত রাতে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। ইউনুছ আলী মন্ডল পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ৪নং জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডলের বাবা। তিনি স্ত্রী, ছয় ছেলে এবং পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার দুপুর আড়াইটায় বাড়হা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।
তার মৃতু্যতে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. নিজাম উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আইয়োব আলী, আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন গভীর শোক প্রকাশ করেছেন।