আর্থিক খাত সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী
প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, 'বাংলাদেশের সঙ্গে কাজ করার যথেষ্ট সদিচ্ছা বিশ্বব্যাংকের রয়েছে। তারা বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা করতে চায়। আমাদের আর্থিক খাতের সংস্কার প্রয়োজন রয়েছে। তারাও এই সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত। এখন দেখা যাক কতটুকু কী করা যায়।'
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলস্নায়ে সেকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
এসেছিলেন রোহিঙ্গা ক্যাম্পে। আমিই তাকে নিয়ে গিয়েছিলাম। রোহিঙ্গারা তো এখনো যায়নি, যে কারণে সেই সম্পর্ক আছে। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কাজ করে। তারা বাংলাদেশকে সহায়তা করতে চায়।
বিশ্বব্যাংক যে বাংলাদেশের অর্থনীতিতে সংস্কার চাচ্ছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার তারা চাচ্ছে। সংস্কার তো অবশ্যই দরকার। তারা বলেছে, তারা বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত। তবে কোন কোন জায়গায় সহায়তা দরকার তা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
অর্থমন্ত্রী বলেন, দেখি আমরা, কাজ শুরু করি। আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। তারা সেটা অব্যাহত রাখবে।
এর আগে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলস্নায়ে সেক বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৫২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা করেছি। আরও ১৬ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রম্নতি রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহায়তা করা হবে।
বাংলাদেশের জন্য এখন অর্থায়ন দরকার উলেস্নখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের ২০৪১ সালের পরিকল্পনা সামনে রেখে অর্থ সহায়তা যেমন দরকার, তেমনই সংস্কারও করতে হবে।
নতুন অর্থমন্ত্রীর সঙ্গে 'ভালো বৈঠক' হয়েছে মন্তব্য করে তিনি বলেন, 'আমরা বাংলাদেশকে সহায়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। এই সহায়তা এখনো অনেক বড় পরিসরে ও জোরালোভাবে আছে। এ সহায়তাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আমরা কথা বলেছি।'
তিনি আরও বলেন, 'অর্থায়নের পাশাপাশি আর্থিক সংস্কারের ক্ষেত্রেও সহায়তার বিষয়ে আমরা আলাপ করেছি। এখানে সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রার বিনিময় নীতি, ফিসকাল পলিসি, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সেফটি নেট ও রাজস্ব নীতি এবং ব্যাংকিং খাতের সংস্কার বিষয়ে আমরা কথা বলেছি।'
দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে ফের আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর নতুন অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিশ্ব ব্যাংকের এই কর্মকর্তা।