উত্তরাঞ্চলের তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহের তিন দিন যেতে না যেতেই সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। এতে দূর হয়েছে শৈত্যপ্রবাহ। তবে ঠান্ডা কিছুটা কমলেও দেশজুড়ে কুয়াশার দাপট কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এক দিন আগে যা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া রোববার এই তিন বিভাগে হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়ে মনোয়ার হোসেন বলেন, 'এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।'
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘন কুয়াশা পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।