মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

এই রায় সরকারের একটি প্রতিহিংসার প্রতিফলন :রিজভী

যাযাদি রিপোর্ট
  ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
এই রায় সরকারের একটি প্রতিহিংসার প্রতিফলন :রিজভী

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কারাদন্ডকে সরকারের প্রতিহিংসার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকালে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে

এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, 'শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে ফরমায়েশি রায়ে সোমবার ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। এই রায়ে পুরো জাতি লজ্জিত। ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি। প্রতিহিংসার বশবর্তী হয়ে এই রায় যে দেওয়া হয়েছে তার প্রমাণ শেখ হাসিনা অব্যাহতভাবে ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদগার এবং তাকে হুমকি দেওয়ার ঘটনা প্রমাণ করে।'

তিনি বলেন, '২০২২ সালের ১৮ মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মা নদীতে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকি দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তখন থেকেই স্পষ্ট হয় ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিয়ে তার গভীর দুরভিসন্ধি করা হচ্ছে। দেশে আওয়ামী লাখ লাখ কোটি টাকা পাচারের হোতা, লুটেরা, ব্যাংক ডাকাত, ঋণ খেলাপিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেওয়া হয় ডক্টর ইউনুসের মতো জাতির গর্বকে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে