সিইসি ওবায়দুল কাদেরের ভাষায় কথা বলছেন : সাকী
প্রকাশ | ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন বিএনপি নাকি নির্বাচন প্রতিহত করবে। প্রধান নির্বাচন কমিশনার ওবায়দুল কাদেরের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্রমঞ্চ কর্তৃক আয়োজিত সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন, একতরফা ভোট বর্জন করুন শীর্ষক গণসংযোগ শে?ষে এক সং?ক্ষিপ্ত সমা?বে?শে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকী বলে?ন, 'আমরা শনিবার নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখিয়েছি। তখন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন বিএনপি নাকি নির্বাচন প্রতিহত করবে। প্রধান নির্বাচন কমিশনার ওবায়দুল কাদের ভাষায় কথা বলছে। নির্বাচন কমিশন সরকারের দাস হিসেবে কাজ করছেন।
তি?নি ব?লেন, গত ২৮ তারিখে যে ঘটনা ঘটছে তা আওয়ামী লীগের পরিকল্পিত। কারণ ওবায়দুল কাদের বলেছিলেন ২৮ তারিখে হেফাজতের যে অবস্থা হবে সেই অবস্থা বিএনপির হবে, তার এই কথা থেকেই সব বোঝা যায়।