বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাইডেনের প্রেস টিমের গুরুত্বপূর্ণ সবাই নারী

যাযাদি ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ০১ ডিসেম্বর ২০২০, ০০:২১
জেনিফার সাকি

ইতিহাস তৈরি করলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার তিনি হোয়াইট হাউসে তার প্রেস টিমের সদস্যদের না ঘোষণা করেছেন। এই টিমের গুরুত্বপূর্ণ পদে সেখানে শুধুই নারী। এর মধ্যে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে জেনিফার সাকির না ঘোষণা করা হয়েছে। সাকি (৪১) এর আগে ওবামা-বাইডেন আমলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকসহ একাধিক সিনিয়র পদে দায়িত্ব পালন করেছেন। বাইডেনের প্রেস টিমের সিনিয়র সাতজনের মধ্যে চারজন শ্বেতাঙ্গ নন। সংবাদসূত্র : এএফপি, এপি, রয়টার্স, বিবিসি, ডয়চে ভেলে বাইডেন জানিয়েছেন, 'আি গর্বের সঙ্গে ঘোষণা করছি, এই প্রথ হোয়াইট হাউসের সিনিয়র কমিউনিকেশন টিমের সব সদস্য নারী। এই যোগ্য, অভিজ্ঞ সদস্যরা তাদের বৈচিত্র্যপূর্ণ কাজের মাধ্যে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন।' সাকি ছাড়াও আরও ছয় জনকে বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে বাইডেনের উপ-প্রচার ব্যবস্থাপক কেট বেডিং ফিল্ডকে নিয়োগ দেয়া হয়েছে। হোয়াইট হাউসের উপ-যোগাযোগ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পিলি তোবার। উলেস্নখ্য, এসব নিয়োগে সিনেটের অনুমোদন লাগবে না। কারণ এরা মন্ত্রিসভার অংশ নন। প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নেে প্রথ থেকেই নারীদের গুরুত্ব দিচ্ছেন বাইডেন। তিনি তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিয়েছিলেন কমলা হ্যারিসকে। এবার সিনিয়র প্রেস টিে শুধু নারীদেরই নিলেন তিনি। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসের দুই শীর্ষ প্রেস উপদেষ্টাও হতে যাচ্ছেন দুই নারী- সিমন স্যান্ডার্স এবং অ্যাশলে এটিন্নে। টি বাইডেনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথ থেকেই যুক্তরাষ্ট্রের বহুত্ববাদ ও বৈচিত্রকে ধরে রাখার কথা বলে এসেছেন বাইডেন। 'প্রেসিডেন্ট ইলেক্ট' হয়ে তিনি সেই কাজটাই করছেন। যে প্রেস টি তিনি বেছে নিয়েছেন, তারা কেবল নারীই নন, তারা এই বৈচিত্র ও বহুত্ববাদের প্রতিনিধি। প্রসঙ্গত, ওবামা প্রশাসনে দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। নানাবিধ লোকের সমন্বয়ে পুরো দেশকে প্রতিফলিত করার মতো একটি প্রশাসন গড়ার প্রতিশ্রম্নতি দিলেও বাইডেন ওবামা প্রশাসনের লোকজনকেই ফের হোয়াইট হাউসে ফিরিয়ে আনছেন বলে অভিযোগ অনেকের। ট্রাম্পের আমলেও প্রেস টিে নারীরা ছিলেন। ট্রাম্পের মিডিয়া টি সংবাদমাধ্যমের বিরুদ্ধে চর আক্রমণাত্মক মনোভাব নিয়েছিল। সাংবাদিকদের সঙ্গে নিয়মিত বিবাদে জড়িয়েছেন ট্রাম্প। কিন্তু বাইডেনের টি দেখে বোঝা যাচ্ছে, তিনি হোয়াইট হাউসের রক্ষণশীল ধারা অনুসরণ করবেন। মিডিয়ার সঙ্গে ট্রাম্পের মতো সংঘাতে জড়াবেন না। প্রেসের সঙ্গে তার সম্পর্কের মধ্যে তিক্ততা আনতে দিতে চাইবেন না বাইডেন। সোমবার থেকে নবনির্বাচত প্রেসিডেন্ট বাইডেন তার জন্য নির্ধারিত গোপনীয় দৈনিক ব্রিফিং পাওয়া শুরু করেছেন। ট্রাম্প প্রশাসন এই ব্রিফিংয়ের বিষয়টি কয়েক সপ্তাহ ধরে আটকে রেখেছিল। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, এক সপ্তাহ আগের এমন ঘোষণাতেই বিষয়টি সম্ভব হয়েছে। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করবেন ডেমোক্রেট জো বাইডেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে